SFI Protest

এনটিএ বাতিলের দাবিতে বিক্ষোভ শলিগুড়িতে

রাজ্য

নেট ও নিট পরীক্ষায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন ছাত্ররা। দেশ জুড়ে এনটিএ (NTA) বাতিলের দাবি সহ বিভিন্ন দাবিতে শনিবার দুপুরে এসএফআই দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি সফদার হাসমিচকে বেশ কিছু সময় বিক্ষোভ দেখান ছাত্ররা। এদিন দুপুরে কর্মসূচিকে কেন্দ্র করে হিলকার্ট রোডের বিবেকানন্দ সুপার মার্কেট এসএফআই জেলা দপ্তরের সামনে থেকে ছাত্রদের মিছিল বেরিয়ে হাসমিচক পর্যন্ত যায়। সেখানে অবস্থান বিক্ষোভ চলে। বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হন ছাত্ররা। একই সাথে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করে বেশ কিছুক্ষন বিক্ষোভ চলে। কর্মসূচিতে ছিলেন সংগঠনের দার্জিলিঙ জেলা সভাপতি তন্ময় অধিকারী, জেলা সম্পাদক অঙ্কিত দে, গৌরব ঘোষ, সম্রাট সাহা সহ অন্যান্য ছাত্র নেতৃত্ব। সংগঠনের দার্জিলিঙ জেলা সম্পাদক অঙ্কিত দে বলেন, ‘‘নেট ও নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সংস্থা এনটিএ দুর্নীতি করেছে। এই দুর্নীতির প্রতিবাদে এসএফআই গোটা দেশ জুড়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে। ছাত্রদের জীবন গড়তে যে সমস্ত পরীক্ষা সহায়তা করে থাকে, সেই সমস্ত গুরুত্বপূর্ন পরীক্ষা নিয়ে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে এর দায় নিতে হবে।’’ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি। বলেন, ‘‘অবিলম্বে এই দুর্নীতির সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Comments :0

Login to leave a comment