প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন না শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অভিষেক ব্যানার্জির ভূমিকা স্পষ্ট হোক। সে কারণে নামের উল্লেখ হলেও, সিবিআই’র চার্জশিটে দেওয়া হয়নি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিচয়।
শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত এক প্রশ্নে এই প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
উল্লেখ্য,গত ২১ ফেব্রুয়ারি সিপিআই’র অতিরিক্ত চার্জশিটে অভিষেক ব্যানার্জির উল্লেখ থাকলেও এড়িয়ে যাওয়া হয়েছে তাঁর পরিচয়। বিষয়টি আলোচনায় আসায় অভিষেকের আইনজীবী এক বিবৃতি বুধবার অভিযোগ তুলেছেন যে তৃণমূল সাংসদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে।
এ সংক্রান্ত প্রশ্নেই সুজন চক্রবর্তী বলেন, ‘‘অতিরিক্ত চার্জশিটে কারো কারও পরিচয় দেওয়া থাকল। কিন্তু আবার কারও কারও পরিচয় চেপে দেওয়া হলো। কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জির পরিচয় দেওয়া থাকল, এরা তৃণমূলের নেতা। অরুণ হাজরা, বিজেপি’র নেতা, সেই পরিচয় থাকল। কিন্তু কাকুর পরিচয় দেওয়া হলো না ঠিক করে।’’
তিনি বলেন, ‘‘কাকু যে ভাইপোর কাকু, তা কি বলা হলো? ভাইপো-কে এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো। কাকুর ভাইপো যে আসলে পিসির ভাইপো এটা বলা হলো না। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক বা অন্য পরিচয় নেওয়া হলো না।’’
চক্রবর্তীর ব্যাখ্যা, ‘‘মোদীজী চাইছেন না নাম আসুন, তাই সিবিআই’র চার্জশিটে নাম এল না। তৃণমূল আর বিজেপি’র এই বোঝাপড়া ধরা পড়ে গিয়েছে একেবারে। অভয়া কাণ্ডের পর আরও স্পষ্ট হয়েছে।’’
রাজ্যের বিভিন্ন দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্তে এই কৌশল যদিও যদিও কলকাতা হাইকোর্টেই ফাঁস হয়ে গিয়েছে। তার জন্য কেন্দ্রীয় সংস্থাকে হাইকোর্টে কড়া ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে।
চক্রবর্তী বলেন, ‘‘মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক, এ কথা চার্জশিটে বলা যাবে না, কারণ বিজেপি’র অনেকের তা পছন্দ নয়।’’
Comments :0