কুশীনগরের মদনি মসজিদ ভাঙায় নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের নির্মাণ ভাঙার অভিযোগের জবাবও তলব করল উত্তর প্রদেশ সরকারের থেকে।
বিচারপতি বিআর গাভাই ও এজি মসিহের বেঞ্চে মদনি মসজিদ ভাঙার পদক্ষেপে আদালত অবমাননা অভিযোগ তুলে জমা পড়ে আবেদন।
আবেদনে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট এর আগে এই মসজিদ ভাঙায় নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নির্দেশ অমান্য করে ৯ ফেব্রুয়ারি থেকে রাজ্য প্রশাসন বিভিন্ন অংশ ভাঙতে শুরু করে দেয়।
রাজ্য প্রশাসন যুক্তি দিয়েছে যে নির্মাণের অনুমোদিত নকশা অমান্য করে বিভিন্ন অংশ তৈরি হয়েছে।
পালটা আবেদনে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে বাড়ি বা উপাসনাস্থল, কোনও নির্মাণ ভাঙার আগে সংশ্লিষ্টদের বক্তব্য শোনার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তা ছাড়া, বহু ক্ষেত্রে এমন অংশকে জরিমানা নিয়ে অনুমোদন করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, উত্তর প্রদেশে বিজেপি সরকারের বিরুদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক ফয়দা তুলতে মসজিদের কাঠামো ভাঙার অভিযোগ রয়েছে একাধিক। তাকে ঘিরে ধর্মীয় বিভাজন তীব্র করতে চাইছে যোগী আদিত্যনাথ সরকার।
বিচারপতিরা এদিন নির্দেশ দেন যে পরবর্তী শুনানির আগে কুশীনগরের এই মসজিদের কোনও অংশ ভাঙা যাবে না। আদালত অবমাননার অভিযোগে আইনি বক্তব্য হলফনামা দাখিল করে জানাতে বলা হয়েছে উত্তর প্রদেশ সরকারকে।
Kushinagar Madni Masjid SC
কুশীনগরের মসজিদ ভাঙায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

×
Comments :0