অনশনরত কৃষকনেতা জগজিত সিং দাল্লেওয়ালকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না কেন? শনিবার সুপ্রিম কোর্টে এই প্রশ্নের মুখে পড়েছে পাঞ্জাবের ‘আপ’ সরকার।
ন্যূনতম সহায়ক মূল্যের আইনের মতো একাধিক দাবিতে দাল্লেওয়ালের নেতৃত্বে কৃষকরা দিল্লি অভিমুখে যাত্রা করেন। তাঁদের আটকে দেওয়া হয় পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের খনৌরিতে।
সুপ্রিম কোর্ট পাঞ্জাব সরকারকে বলেছে, সময় পার হয়ে যাচ্ছে। সঙ্কট নিরসনে একণি উদ্যোগ নেওয়া জরুরি।
পাঞ্জাব সরকারই কৃষকদের বিরুদ্ধে আদলত অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের নির্দেশ চেয়েছিল। বিচারপতি সূর্য কান্ত এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ উলটে পাঞ্জাবের অ্যাটর্নি জেনারেলের সমালোচনা করেন। বেঞ্চ বলে, ‘‘পাঞ্জাব পুলিশের ডিজি এবং সরকারের মুখ্যসচিবের দায়ের এই আবেদনের বক্তব্যে আমরা অসন্তুষ্ট।’’
দাল্লেওয়াল আমরণ অনশনে বসলেও সরকারের পক্ষ থেকে কোনও আলোচনার উদ্যগোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যেই যেহেতু কর্মসূচি তাই দিল্লি কেন নিশ্চুপ সে প্রশ্নও তুলছে কৃষক আন্দোলন। সংযুক্ত কিসান মোর্চা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়ে যে যে বিষয়ে আলোচনার আবেদন জানিয়েছে তার মধ্যে রয়েছে দাল্লেওয়ালের শারীরিক অবস্থার অবনতিও।
পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল গুরমিন্দর সিং আদালতে বলেন যে চিকিৎসা নিতে অস্বীকার করছেন দাল্লেওয়াল। বিধায়ক এবং মন্ত্রীদের এক প্রতিনিধিদল তাঁকে বোঝানোর চেষ্টা করলেও শুনছেন না।
বেঞ্চ বলেছে, ‘‘বাস্তব পরিস্থিতি থেকে আমরা মুখ ঘুরিয়ে থাকতে পারি না। সংঘাতের না গিয়ে আলোচনার রাস্তা খোলা রাখতে হবে।’’
Farmers Dallewal Supreme Court
কৃষকনেতার অনশন, পাঞ্জাব সরকারকে সতর্ক করল সুপ্রিম কোর্ট
×
Comments :0