TMC Hooliganism Medinipur

মেদিনীপুরে সমবায় দখলে পুলিশ-তৃণমূল যৌথ তাণ্ডব, তালা পার্টি দপ্তরে

জেলা

চেয়ার টেবিল ভাঙচুর মেদিনীপুর শহরে। সিপিআই(এম) দপ্তরে তালা। ছবি: চিন্ময় কর

সিপিআই(এম)-কে আটকাতে রাতের অন্ধকারে মেদিনীপুর শহরে পার্টির পূর্ব এরিয়া কমিটির দপ্তরের গেটে তালা লাগালো পুলিশ প্রশাসন। দেড় হাজারের বেশি পুলিশ ও সিভিক, সঙ্গে আড়াই হাজারের বেশি তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তাণ্ডব চালালো।
অশান্তির জেরে স্থানীয়রা ঘর থেকে বেরোতে পারলেন না বাজার হাট করতেও। এমনকি সংলগ্ন দুইটি  গার্লস ও একটি বয়েজ হাইস্কুল মিলিয়ে সাড়ে চার হাজার ছাত্র ছাত্রীর  বেশিরভাগ স্কুলে ঢুকতে পারলো না।  ‘শূন্য পাওয়া সিপিআইএম’ বলে কটাক্ষ যারা করে সেই তৃণমূল কংগ্রেস একটি সমবায় ব্যাঙ্ক পরিচালন সমিতির প্রতিনিধি নির্বাচনে এমন তান্ডব চালালো।
সোমবার সকাল থেকে শুরু হয় পুলিশ ও তৃণমূলের যৌথ বাহিনীর তাণ্ডব। সকাল আটটার আগেই পিপলস কো অপারেটিভ ব্যাঙ্কে যাওয়ার ছয়টি লেন সহ চারটি গলি রাস্তাও গার্ডওয়াল দিয়ে ঘিরে পাহারা দেয় পুলিশ। কোনো ব্যাক্তিকেই চলাচল করতে দেওয়া হয়নি। সিপিআই(এম) দপ্তরে তালা লাগিয়ে দেওয়া হয়। যাতে দপ্তরে কোনো লোক যেতে পারে। কিন্তু সকাল সাড়ে আটটা নাগাদ তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি ও কাউন্সিলর বিশ্বনাথ পান্ডব বহিরাগত চারটি বাসে দুষ্কৃতী বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশের ব্যারিকেডের সহায়তায় ওই সমবায় ব্যাঙ্কের গেট দখল করে।  তারপর পরপর পুলিশের পাহারায়  আরেও ১৬টি বাসে করে আনা বহিরাগতরা তান্ডব চালায়।
বাইরের লোক নমিনেশন তোলার জন্য ভিতরে ঢুকে পড়ে। এরাই পুলিশের সামনে চেয়ার টেবিল ভাঙচুর করে ।

Comments :0

Login to leave a comment