SALIM TET

শিক্ষা-স্বাস্থ্য-পুলিশ, কোথাও সুষ্ঠু নিয়োগ চায় না তৃণমূল: সেলিম

রাজ্য

মঙ্গলবার মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে মহম্মদ সেলিম।

আগে বলছিলেন সিপিআই(এম), আদালতের বাধায় নিয়োগ হচ্ছে না। আর এখন নিজেই ‘টেট’ বাতিল করছেন মুখ্যমন্ত্রী। আসলে তৃণমূল সরকার কোথাও সুষ্ঠু নিয়োগ চায় না।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই মর্মে সরব হয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
সেলিম আন্দেলনরত চিকিৎসদের বক্তব্য মনে করিয়েছেন। তিনি বলেছেন, ‘‘একজন চিকিৎসক তো বলেছেন শূন্য পেয়ে হাউসস্টাফ হয়েছে আর ভাল মার্কস পেয়ে হয়নি, এটা শিক্ষক নিয়োগে হয়েছে, স্বাস্থ্য নিয়োগে হয়েছে। গ্রুপ-ডি থেকে ভাইস চ্যান্সেলর, পুলিশ-ডব্লিউবিসিএস বা পিএসসি পরীক্ষাতেও তাই হয়েছে। সব প্রতিষ্ঠান তৃণমূল নষ্ট করেছে।’’ 
চিকিৎসকদের পালটা সংগঠন প্রসঙ্গে তিনি বলেছেন, থ্রেট কালচারের পক্ষে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী নিজে, নবান্নের সভায়। দুর্নীতি-দুষ্কৃতী চক্রের স্বর্গরাজ্য গড়ার আরেকটি প্রতিফলন। 
সেলিম বলেছেন, ‘‘এই শিক্ষা বিজেপি’র থেকে পেয়েছে তৃণমূল। মধ্য প্রদেশে ‘ব্যাপম’ দুর্নীতিতে বিজেপি সরকার এই দুর্নীতি করেছে। সে সময়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে উদাহরণ তৈরি হয়েছে। আরএসএস’র মদতে কিভাবে নিয়োগের পরীক্ষায় দুর্নীতি হয়।’’ 
প্রাথমিকে নিয়োগে ‘টেট’ হচ্ছে না এ বছরও, হয়েছে ঘোষণা। এই প্রসঙ্গে এক প্রশ্নে সেলিম বলেন, ‘‘তৃণমূল সরকারের মেয়াদে কখনই প্রতি বছর পরীক্ষা হয়নি। নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়ে প্রতি বছর ‘টেট’ করার ঘোষণা করেছিলেন। বলা উচিত যে প্রতি বছরের মতো এবারও টেট পরীক্ষা হচ্ছে না।’’ 
সেলিম বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেননি যে সিপিআই(এম)-বিকাশ ভট্টাচার্য-আদালতের জন্য নিয়োগ হচ্ছে না? এখন নিজেই বলছেন নিয়োগ হবে না। আসলে এরা সুষ্ঠুভাবে নিয়োগ করবে না। তৎকালীন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ঘর থেকে টাকা পাওয়া গিয়েছিল তখনও মুখ্যমন্ত্রী বলেছিলেন টাকার দিকে তাকাচ্ছেন কেন মায়ের দিকে তাকান। এভাবে ধর্মকে- ধর্মবিশ্বাসকে-দুর্গা কার্নিভালকে ব্যবহার করে। অথচ একটিও পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে পারে না।’’
সিবিআই সংক্রান্ত এক প্রশ্নে সেলিম বলেন, ‘‘আমরা প্রথম থেকে বলছি হাউসস্টাফ ইন্টার্ন প্রোমোশন পরীক্ষা, ভর্তি, হস্টেল পাওয়ার মতো বিষয় নজরে রাখতে। যে মহিলা চিকিৎসক ছাত্রী খুন হলেন তাঁর যে গবেষণা থিসিস সেটি নিয়েও চুরি জালিয়াতি হয়েছে।’’
সেলিম বলেন, ‘‘এজন্যই আমরা বলেছি সিবিআই-কে তদন্ত পূর্ণাঙ্গভাবে করতে হবে। তার বদলে তৃণমূল পালটা সংগঠন বানিয়ে সুবিচারের দাবিতে, থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলনরতদের কোণঠাসা করারা চেষ্টা করছে। যারা থ্রেট করছিল, যাদের সাসপেন্ড করা হলো, মুখ্যমন্ত্রী নবান্নে সেই তাদের পক্ষে দাঁড়ালেন। এখন তাদের দিয়ে পালটা সংগঠন তৈরি করানো হচ্ছে। দুর্নীতি ও দুষ্কৃতীর যে স্বর্গরাজ্য তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে তার একটি প্রতিফলন এই ঘটনা।’’

Comments :0

Login to leave a comment