মুর্শিদাবাদে সুতিতে বাড়ি বাড়ি ঘুরে আবাস প্রকল্পে নাম তোলার জন্য কাটমানি চাইছেন তৃণমূল নেত্রী। সেই ভিডিও হল ভাইরাল। মুর্শিদাবাদের সুতি দুই নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি আবাস যোজনা বাড়ি পাওয়ার উপভোক্তার কাছ থেকে প্রকাশ্যে টাকা চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি আবাস যোজনায় ঘরের প্রথম কিস্তির টাকা পেয়েছেন কাশিমনগরের ছেনু বিবি। বিড়ি শ্রমিক ছেনু বিবির নেই মাথা গোঁজার মতো ঠাঁই। টালির বাড়িতে দিন গুজরান করেন। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ির টাকা ঢুকতেই শনিবার বাড়িতে গিয়ে টাকা চান তৃণমূলের বুথ সভাপতি। ছেনু বিবি জানান, বাড়িতে এসে সরাসরি টাকা চেয়েছেন ওই তৃণমূল নেত্রী।
ভিডিওতে শোনা গিয়েছে যে তৃণমূলের নেত্রী বলছেন, বাড়ির টাকা পেলে দশ হাজার টাকা দিতে হবে।
কিন্তু কেন দিতে হবে?
তাঁর দাবি যে তাঁদের কর্মীরা খাটাখাটনি করেন। তাই ওই টাকা দিতে হবে। ভিডিও’র সত্যতা যদিও ‘গণশক্তি’ যাচাই করেনি।
অভিযুক্ত বুথ সভাপতি নীলিমা দাস অভিযোগ স্বীকার করে নিয়েছেন।
সিপিআই(এম) নেতা জুলফিকার আলি বলেন, ‘‘তৃণমূলের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তাই টাকা চাইছেন বুথের নেতারা।’’
Suti Cutmoney
আবাসের টাকা থেকে কাটমানি চাইছেন তৃণমূল নেত্রী, ছড়ালো ভিডিও
×
Comments :0