GOPIBALLAVPUR PROTEST

হাসপাতালে সহকর্মী, তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের

জেলা

তিন দিন পার হলেও হামলাকারী তৃণমূল নেতা অধরা। আইসিডিএস কর্মীকে হেনস্তা সহ মারধর করে রক্তাক্ত করার ঘটনায় গোপীবল্লভপুর বাজারে অঙ্গনওয়াড়ি কর্মীরা তুমুল বিক্ষোভ দেখালেন।
গত শনিবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ১৪৩‌ নম্বর গোপীনাথপুর আইসিডিএস কেন্দ্রে কর্মরত মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী মধুমিতা সুঁই দাসের উপর রান্নার জ্বালানি কাঠফালা নিয়ে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির সদস্য নিরঞ্জন সাউ। তাঁর তলপেটে কাঠফালা দিয়ে সজোরে গুঁতো মারে সাউ। ওই আইসিডিএস মেঝেতে লুটিয়ে পড়েন। তাঁর কোমরে, ঘাড়ে ও মাথায় মারা হয়। মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে মেঝেতে। জ্ঞান হারানো অবস্থায় আক্রান্ত আইসিডিএস কর্মীকে উদ্ধার করে গোপীবল্লভপুর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন গ্রামবাসীরা। তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন। 
ঘটনার দিনই আক্রান্তর স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সমিতির ঝাড়গ্রাম জেলার সম্পাদক নিবেদিতা দাস ও সভাপতি হেনা সৎপতি বলেন, কর্মরত মহিলা কর্মীকে এই নৃশংস ভাবে মারধর করা ও শারীরিক হেনস্তায় জড়িত অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তি না দিলে আমরা জেলা জুড়ে কর্মবিরতি ডাকতে বাধ্য হবে। ব্লকের প্রতিটি প্রোজেক্ট আধিকারিক দপ্তরে বিক্ষোভ ঘেরাও অবস্থান করব। 
হামলাবাজ ওই তৃণমূল নেতা এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে বলে গ্রামের মানুষের বক্তব্য। 
আক্রান্ত আইসিডিএস কর্মী শিশুদের পড়ানোর পরে যখন খাবার বিলি করছিলেন তখন ওই হামলাবাজ নিরঞ্জন সাউ তার বাচ্চার জন্য বরাদ্দ সেদ্ধ ডিম নেওয়ার পরও কাঁচা ডিম চায়। নিয়মের বাইরে গিয়ে তা দিতে অস্বীকার করেন আইসিডিএস কর্মী। নিরঞ্জন তখন মারধর করে জ্বালানি কাঠের ফালা নিয়ে।

Comments :0

Login to leave a comment