Jammu and Kashmir Terrorism

সন্ত্রাসবাদী হামলায় নিহত ২৩, প্রশ্ন শাহের দাবিতে

জাতীয়

জুন থেকে দেড় মাসে সন্ত্রাসবাদী হামলার সংখ্যা ৯। নিহত ১৩ সেনা এবং সুরক্ষাকর্মী। আহত সেনা এবং সুরক্ষাকর্মী মিলিয়ে আহত ১৩।  নিহত নিরস্ত্র নাগরিকের সংখ্যা ১০। সন্ত্রাসবাদী হামলায়, এই দেড় মাসের মধ্যে আহত হয়েছেন ১৪ নিরস্ত্র নাগরিক। কেন্দ্রে তৃতীয়বার নরেন্দ্র মোদী সরকার আসীন হওয়ার প্রথম দেড় মাসে নিহতের সংখ্যা ২৩। 
জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় শাসনে সন্ত্রাসবাদ রোধের আসল চেহারা দেখিয়ে দিচ্ছে এমনই তথ্য। তবু সেই দাবিতেই প্রচারে ব্যস্ত থাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ। 
শনিবার এই কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী জনসভায় শাহ বলেছেন, ‘‘সন্ত্রাসবাদ না শান্তি-উন্নয়ন, কোনটি বেছে নেবেন ঠিক করবেন আপনারাই।’’ নির্বাচনের পরই জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন শাহ। সেই প্রতিশ্রুতিকে প্রশ্ন তুলে সরব হয়েছেন নাগরিকরা। দশ বছর বাদে বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। তারও কৃতিত্ব দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
পূর্ণ রাজ্যের মর্যাদা প্রসঙ্গে শাহ বলেছেন, ‘‘এই সিদ্ধান্ত নিতে পারে কেবল কেন্দ্রীয় সরকার। বিরোধীরা পূর্ণ রাজ্য ফিরিয়ে দিতে পারে না।’’
২০১৪-তে শেষ বিধানসভা নির্বাচন হয় জম্মু ও কাশ্মীর। পিডিপি-বিজেপি জোট সরকার আসীন হয় রাজ্যে। ২০১৮-তে পিডিপি’র ওপর সমর্থন তুলে নেয় বিজেপি। সে সময়ে মুখ্যমন্ত্রী ছিলেন মেহবুবা মুফতি। এর পর রাজ্যে জারি হয় কেন্দ্রীয় শাসন। সেই অবস্থাতেই ২০১৯’র ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা, সংবিধানের ৩৭০ এবং ৩৫ক ধারা বাতিল করে কেন্দ্র। জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা কেড়ে দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চ গড়া হয় লাদাখকে আলাদা করে দিয়ে।  
বিভিন্ন অংশই মনে করিয়েছে যে নির্বাচন করতে কেন্দ্র বাধ্য হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে বজায় রাখলেও সুপ্রিম কোর্ট এই সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের নির্দেশ দেয়। গত বছরের ডিসেম্বরে এই রায় দেওয়ার পর সময়সীমার একেবারে শেষে ভোটের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেপ্টেম্বরের ১৮, ২৫ এবং অক্টোবরের ১ তারিখ তিন দফায় নির্বাচন হবে। ফল ঘোষণা হবে হরিয়ানার সঙ্গেই, ৮ অক্টোবর। 
গত জুলাইয়ে ডোডায় সন্ত্রাসবাদী হামলায় নিহত হন চার সেনা আধিকারিক। জুনেই শিবখোডায় দর্শনার্থী ভরা বাসে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। নিহত হন চার দর্শনার্থী। শিবখোডা মন্দির থেকে কাটরায় ফিরছিলেন তাঁরা।  

Comments :0

Login to leave a comment