আবু মহম্মদ আল জোলানিকে ধরার পুরস্কার বাতিল করেছে আমেরিকা। সিরিয়ায় আল জোলানির বাহিনীর নেতৃত্বে হামলায় প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল আসাদকে দেশ ছাড়তে হয়েছে।
আল জোলানি, আসলে যার নাম আহমেদ আল শারা, আল কায়েদা এবং পরে আইসিসি, দুই সন্ত্রাসবাদী সংগঠনে গুরুত্বপূর্ণ স্তরে নেতৃত্ব দিয়েছেন। আল শারা বা আল জোলানির বাহিনী হায়াত তহরির আল শাম (এইচটিএস) সন্ত্রাসবাদী হিসেবেই চিহ্নিত থেকেছে রাষ্ট্রসঙ্ঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। তাঁর ওপর নিষেধাজ্ঞাও জারি করা ছিল।
আল শারার সঙ্গে বৈঠক করেছে আমেরিকার সহকারী বিদেশ সচিব বারবারা লিফের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। দামাস্কাসে তিন সদস্যের প্রতিনিধিদলের বৈঠকের পর এই সন্ত্রাসবাদীকে ধরার জন্য ঘোষিত পুরস্কার বাতিলের ঘোষণা করে আমেরিকা।
আসাদ বরাবরই আমেরিকার বিরোধী অবস্থানে থেকেছেন। সিরিয়ায় তাঁর বিরুদ্ধে গৃহযুদ্ধ ঘোষণা করেছে এমন সশস্ত্র গোষ্ঠীগুলিকে মদতও প্রকাশ্যেই দিয়েছে আমেরিকা। তবে ইরাক এবং সিরিয়ায় ইসলামিক সন্ত্রাসবাদী আইসিসের দাপটের সময় আহমেদ আল শারাকে ধরার জন্য ১০ লক্ষ ডলারের ইনাম ঘোষণা করতে হয়েছিল মার্কিন প্রশাসনকে।
সিরিয়ায় শনিবার বৈঠকের পর লিফ বলেছেন, ‘‘আল শারার জন্য পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত আমেরিকার নীতিগত অবস্থানের সঙ্গে সাযুজ্যপূর্ণ। সন্ত্রাসবাদ সমনের জন্য একসঙ্গে কাজ করার পক্ষে এই ঘোষণা সহায়ক হবে।’’
SYRIA US JOLANI
সিরিয়ার সন্ত্রাসবাদী আল জোলানির সঙ্গে বন্ধুত্ব আমেরিকার, বাতিল ইনাম
×
Comments :0