নয়াদিল্লিতে পাঞ্জাব এফসি’র মুখোমুখি হবে মোহনবাগান। বৃহস্পতিবার ম্যাচ। দিল্লি উড়ে যাওয়ার আগে, মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ছিলেন সবুজ মেরুণ কোচ মলিনা ও ফুটবলার আলবার্তো রদ্রিগেজ।
একাধিক খেলোয়াড়ের চোট টিমে। এই প্রসঙ্গে মলিনা বলেন, 'এই ম্যাচে আমাদের বিকল্প কম, অনেক প্লেয়ারের চোট রয়েছে,তবুও আমরা আত্মবিশ্বাসী।’
নিজের প্রথম মরশুমে ভারতে এসে এখনও পর্যন্ত ৪টি গোল করে ফেললেও গ্রেগ স্টুয়ার্টের অনুপস্থিতিতে খুব একটা উজ্জ্বল দেখাচ্ছে না সেই জেমি ম্যাকলারেনকে। সে সম্পর্কে মলিনা বলেন, 'আমি চেষ্টা করছি প্রত্যেক খেলোয়াড়ের উন্নতি করাতে। আমার মতে জেমি দারুণ পারফরম্যান্স করেছে। আমার বিশ্বাস ভবিষ্যতে ও অনেক গোল করবে আমি নিশ্চিত ও পরের ম্যাচগুলোতেও গোল করবে।’
বিপক্ষ দল পাঞ্জাব এফসি’র প্রশংসা করলেও মলিনা বলেন, 'পাঞ্জাব দারুণ দল। কিন্তু আমি প্রত্যেক প্রেস কনফারেন্সে এসে বিপক্ষের প্রশংসা করতে চাই না। আমরা ডুরান্ডে পাঞ্জাবের বিরুদ্ধে খেলেছি। কিন্তু এখন এই দলের অনেক পরিবর্তন হয়েছে।’
এরপর যে খবরটি দিলেন মলিনা তা শুনে অবশ্য খুশি হতে পারবেন না মোহনবাগান সমর্থকরা। গ্রেগ, আশিক ও দিমি পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারবেন না। পাঞ্জাব দলের সহকারি কোচ মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় ও কোচ শঙ্করলাল চক্রবর্তী। এই প্রসঙ্গে এক প্রশ্নে মলিনা বলেন, 'আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই পাঞ্জাবের সহকারি কোচের। শুধু জানি ওদেরও বেশ কয়েকজন খেলোয়াড় বৃহস্পতিবার খেলতে পারবে না। ওদের পরিস্থিতিও অনেকটা আমাদেরই মতো।’ বৃহস্পতিবার হয়তো দিমির জায়গায় দেখা মিলবে সাহালের। সেইরকমই ইঙ্গিত দিয়ে মলিনা বলেন, 'সাহাল এমন একজন খেলোয়াড় যে অনেক পজিশনে খেলতে পারে। এই ধরনের খেলোয়াড় থাকলে সুবিধা হয়। খেলা তৈরি করার জন্য আমাদের মননীর, লিস্টন , সাহালের মতো খেলোয়াড়রা রয়েছেন। আমরা ৩ পয়েন্টের লক্ষ্যেই বৃহস্পতিবার নামব।’
সাংবাদিক সম্মেলনে ডিফেন্ডার আলবার্তো বলেন, 'শুরুর দিকে আমার একটু সমস্যা হচ্ছিল। কারণ আমি টম, শুভাশিসদের চিনতাম না। তবে এখন অনেকটা মানিয়ে নিয়েছি।’ গোয়া ম্যাচে ভরাডুবি নিয়ে বলেন, '২ গোলে পিছিয়ে পড়লে সেখান থেকে ফিরে আসাটা একটু মুশকিল। আমরা পরের ম্যাচে সেই ভুলগুলি শুধরে খেলার চেষ্টা করব। আমাদের সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।’
অর্থাৎ, গোয়া ম্যাচের হার ভুলে সামনের দিকে তাকাতে চাইছে মোহনবাগান। সেই ম্যাচ হেরেও বেঙ্গালুরুর থেকে ২ পয়েন্টের ব্যবধানে শীর্ষেই রয়েছে সবুজ মেরুন। ফের কোনো ভুলই করতে চাইছেন না মলিনা ।
Mohun Bagan
একাধিক খেলোয়াড়ের চোট, তবুও দিল্লিতে ৩ পয়েন্টের লক্ষ্যে মলিনা
×
Comments :0