নন্দীগ্রামে এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হল। মৃত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয়ী(৫২)। দক্ষিণ বৃন্দাবনচকের গিরির বাজারে দোকান থেকেই রক্তাক্ত অবস্থায় তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল নেতাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে শাসকদলের নেতারা।
প্রসঙ্গত দিন পনের আগে এই নন্দীগ্রামেই এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর জালপাই এলাকায় তৃণমূলের নেতাকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে। তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। দলের কর্মীরা ‘খুন’ হচ্ছে বিজেপির দ্বারা তেমনই অভিযোগ নন্দীগ্রামের তৃণমূল নেতারা করছেন অথচ নন্দীগ্রামের সমবায় গুলির নির্বাচনে বিজেপির সাথে আসন বোঝাপড়া চলছে। তৃণমূলের এই দ্বিচারিতা নন্দীগ্রামের মানুষ পর্যবেক্ষণ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতা বলেন ‘‘আমাদের দলের একটা অংশের সাথে বিজেপির যোগসাজশ রয়েছে। তারা নিজেদের স্বার্থে বিজেপির সাথে বোঝাপড়া করে চলে। আসলে শুভেন্দু অধিকারীর অঙ্গুলীহেলনে এখানকার তৃণমূলের কয়েকজন নেতা কাজ করে। তারা প্রকাশ্যে তৃণমূল করলেও ভেতরে বিজেপির সাথে যোগাযোগ আছে।’’
প্রসঙ্গত নন্দীগ্রাম ১ ব্লকের দীনবন্ধুপুর সমবায়ের নির্বাচনে তৃণমূল ও বিজেপি আসন ভাগাভাগি করে নিয়ে নির্বাচন করতে দেয়নি। এখানে বামপন্থী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে হুমকি, মারধর করা হয়।
এদিকে বৃন্দাবনচকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় তৃণমূলের দাবি অন্যত্র নিয়ে গিয়ে খুন করে তাঁর দেহ দোকানে ফেলে দেওয়া হয়েছে। মৃত তৃণমূল কর্মীর পরিবারের লোকের দাবি সক্রিয়ভাবে তৃণমূল করার জন্য বেশ কয়েকদিন ধরে বিজেপি হুমকি দেয়। এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা সাহেব দাস, ভোলানাথ কামিলা, অনুপ মাইতি-সহ একাধিক বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল নেতারা।
পরিবারের সূত্রে জানা গেছে সারারাত নিখোঁজ থাকার পর সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। দেহের ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহ উদ্ধারের চেষ্টা করলে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল নেতারা। অবিলম্বে পুলিশের বড় কর্তাদের সেখানে আসতে হবে বলে দাবি করেন তাঁরা। দোষীদের চিহ্নিত করে গ্রেফতারির দাবিতে পুলিশের সামনেই স্লোগান দিতে থাকে স্থানীয় তৃণমূল কর্মীরা।
TMC Worker Body Found
ফের নন্দীগ্রামে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ
×
Comments :0