DROHER AGUN JWALO

‘দ্রোহের আগুন জ্বালো’: চলছে পূর্ণ প্রস্তুতি

কলকাতা

ডোরিনা ক্রসিংয়ের চলছে টানা অবস্থান।

‘দ্রোহের আগুন জ্বালো’ আজ রাতেই। পূর্ণ প্রস্তুতি চলছে ধর্মতলার কাছে ডোরিনা ক্রিসিংয়ে। রাজ্যের বিভিন্ন জেলাতেও বিচারের দাবিতে চলবে অবস্থান। 
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও নাগরিকদের যৌথ মঞ্চ 'অভয়া মঞ্চের' ডাকে গত শুক্রবার, ২০ ডিসেম্বর, থেকে টানা রাতভর অবস্থান করছে। 
সোমবার, ২৩ ডিসেম্বর, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির যে রিপোর্ট সামনে এসেছে তাতে বলা হয়েছে যেখানে নির্যাতিতার দেহ পাওয়া গেছে সেই সেমিনার রুমে তাঁর মৃত্যু হয়নি। 
সেই রিপোর্ট সামনে আসার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। প্রথম থেকেই সিনিয়র ডাক্তার বলছিলেন এই ঘটনার পিছনে বড় চক্রান্ত থাকতে পারে। শুধু মাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় একা এই ঘটনায় যুক্ত থাকতে পারে না। 
মঙ্গলবার রাত ৮টায় ‘দ্রোহের আলো জ্বালো’  কর্মসূচি নেওয়া হয়েছে। ডোরিনা ক্রসিং থেকে কেসি দাস পর্যন্ত মোমবাতি জ্বালানো হবে। এছাড়াও রাজ্যের সমস্ত জেলাতে একই কর্মসূচি করার সিধান্ত নেওয়া হয়েছে। 
চিকিৎসক আন্দোলনের নেতা ডাঃ উৎপল ব্যানার্জি বলেছেন, " প্রতিবাদ কর্মসূচি হিসবে রাত ৮ টায় মোমবাতি জ্বালানো হবে।"  
সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট প্রসঙ্গে ডাঃ ব্যানার্জি বলেন, "আমরা এই কথা অনেক আগে থেকে বলে আসছি। ঘটনাস্থল ও যেখানে দেহ পাওয়া গেছে সেই দুটো স্থান এক নয়। এই রিপোর্ট আমাদের কথাকেই মান্যতা দিলো। এখন দেখার এই রিপোর্টের ভিত্তিতে সিবিআই কী ভূমিকা নেয়। কারণ সিবিআই’র তদন্তের গতি প্রকৃতি নিয়েই বারবার প্রশ্ন উঠছে।"

Comments :0

Login to leave a comment