গত দু’দিন ধরে হাতির তান্ডব চলছে রাজ্যের বনমন্ত্রীর জেলা ঝাড়গ্রামের লোধাশুলি মৌজায়। গৃহস্থের কলাবাগান সাবাড় হয়ে গেছে লোধাশুলিসহ পাশ্ববর্তী শালবনী মৌজার একাধিক গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় লোধাশুলি রাইস মিলের প্রাচীর ভেঙে ঢুকে পড়ে দুই হাতি।
দীর্ঘ কয়েক বছর ধরেই অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তান্ডব চালাচ্ছে একটি পুরুষ হাতি। সেই হাতিই এক সংগীকে নিয়ে বৃহস্পতিবার ওই রাইস মিলের প্রাচীর ভেঙে ঢুকে পড়ে। ক্যাম্পাসে তখন চাল আটা ধান ভর্তি সারি সারি লরি। গন্ধ শুঁকে শুঁকে পছন্দের খাবারের বস্তা শুঁড় দিয়ে টেনে নামিয়ে সঙ্গী হাতির দিকে ছুঁড়ে দেয়। তার পর নিজে সেই চালের বস্তা পা দিয়ে ফাটিয়ে একের পর এক বস্তা সাবাড় করতে থাকে। কারোর সাহস হয়নি হাতিকে তাড়ানোর। বনদপ্তরকে ফোন করলে বলা হয় স্টাফ নেই। এরপর দুই হাতি ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে রাইস মিল সংলগ্ন অবসর ফার্মসহ স্টে হোম ক্যাম্পাসে ঢুকে পড়ে। সেখানে পুকুর থেকে জল খেয়ে হেলে দুলে ফের জঙ্গলে আশ্রয় নেয়।
Elephants
রাইস মিলের চাল, পুকুরের জল খেয়ে ঝাড়গ্রামের জঙ্গলে হাতি
×
Comments :0