Book Release

বই প্রকাশ

রাজ্য

শমীক লাহিড়ীর লেখা পুস্তক উদ্বোধন করছেন অমল হালদার। ছবি : অনিল কুণ্ডু।

শমীক লাহিড়ীর লেখা ‘ভারতীয় উপমহাদেশে মৌলবাদের বিপদ’ পুস্তিকাটির উদ্বোধন করলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার। শনিবার বারুইপুরে অমৃতলাল কলেজ মাঠে আয়োজিত কনভেনশন মঞ্চে পুস্তিকাটির উদ্বোধন করা হয়। হেমেন মজুমদার, রতন বাগচী, তুষার ঘোষ প্রমুখ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

 

Comments :0

Login to leave a comment