পুলিশের মানবিক মুখ দেখলে উলুবেড়িয়া। দুর্ঘটনার কবলে পড়া এক পরিবারকে নিজের গাড়িতে তুলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালেন উলুবেড়িয়া থানার আইসি। চিকিৎসা চলাকালীন দাঁড়িয়ে রইলো পুলিশ। চিকিৎসা শেষ হওয়ার পর কাজে গেল পুলিশ। ঘটনাটি ঘটেছে উলবেড়িয়া থানা এলাকার গরুহাটা সংলগ্ন রাস্তার উপর। পুলিশের এই মানবিক কাজকে প্রশংসা করছে উলুবেড়িয়ার বাসিন্দারা।
জানা গেছে, বুধবার রাতে উলুবেড়িয়ার এক সোনা ব্যবসায়ী কাজ শেষে বাইকে করে পরিবারকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় গরুহাটার কাছে দুর্ঘটনার কবলে পড়ে ওই পরিবার। ব্যবসায়ীর চলন্ত বাইকের চাকায় একটি পথ কুকুর ছুটে চলে আসে। ব্যবসায়ীটি চলন্ত গাড়ি থেকে পরিবার সমেত রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত হয় তাঁর স্ত্রী, পুত্র ও তিনি। সেই সময় গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় দে। আশেপাশে কেউ না থাকায় তিনি গাড়ি থামিয়ে তাঁদেরকে উদ্ধার করেন। এরপর গুরুতর আহত পরিবারটিকে তাঁর নিজের গাড়ি করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল হাসপাতালে পাঠান। চিকিৎসা চলাকালীন উলুবেড়িয়া হাসপাতালে দাঁড়িয়ে থাকে পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসার পর পরিবারের লোকেরা এসে তাঁদেরকে বাড়ি নিয়ে যায়। তারপর পুলিশ হাসপাতাল থেকে যায়। পুলিশের এই কাজর প্রশংসা করেছেন উলুবেড়িয়ার বাসিন্দারা। উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় দে বলেন, "এটা আমাদের কাজ। আমি কর্তব্যটুকু পালন করেছি"।
west bengal police
আহতদের হাসপাতালে পাঠালো পুলিশ
×
Comments :0