ফের শুটআউট হাওড়ায়। এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পরে ওই ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায়। জানা গেছে ওই ব্যবসায়ীর নাম রাজেশ সিং। তিনি প্রোমোটিংয়ের ব্যবসা করেন। সেই সূত্রেই কোনও শত্রুতার জেরে এই হামলা কী না তা তদন্ত করছে হাওড়া পুলিশ।
শুক্রবার রাতে এক আবাসনের সামনে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যবসায়ী। তখন দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ডান হাত দিয়ে সেই গুলি আটকাতে গেলে তা ডান দিকে পাঁজরে লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে টিএল জয়সওয়াল হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজেশকে। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন তিনি।
পুলিশ সূত্রের খবর রাজেশের পুরোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে। অপরাধ জগতের সঙ্গে প্রোমোটারের সরাসরি যোগ আছে বলে অভিযোগ। ওই ব্যবসায়ী যেহেতু প্রোমোটিংয়ের ব্যবসা করেন ফলে আর্থিক লেনদেন বা জমি সংক্রান্ত কোনও ঝামেলা জন্য এই হামলা হতে পারে তা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা।
বুধবার রাতে হাওড়ার ঘোষপাড়ায় গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানা আইসি। প্রাথমিক তদন্তে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা জানিয়েছেন দেশি পিস্তল থেকে গুলি চালানো হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঘটনা বারংবার দেখা যাচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বামপন্থীরা।
Comments :0