Three Royal Bengal cubs die

মায়ের কামড়ে তিনটি রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যু

জেলা

ছবি প্রতিকী

মায়ের কামড়ে তিন রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর ঘটনায় শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে। অসাবধানতা বশতই মায়ের কামড়ে তিন রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 
সাফারি পার্ক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে রয়্যাল বেঙ্গল টাইগার রিকা তিনটি শাবকের জন্ম দেয়। তিন শাবকের আগমনে শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারি পার্ক জুড়ে খুশির হাওয়া বইছিলো। পার্ক কর্তৃপক্ষও যথেষ্ট উচ্ছ্বসিত ছিলো। নাইট সেল্টারে রাখা হয়েছিলো মা সহ তিন শাবককে। নাইট সেল্টার থেকে অন্যত্র সরাতে গিয়ে অসাবধানতাবশত শাবকদের ঘাড়ে কামড় লেগে যায়। মায়ের কামড়ে তিন শাবকের ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো হয়ে যায়। ঘটনার পরেই দুটি শাবকের মৃত্যু হলেও বাকি একটি শাবকের চিকিৎসা চলছিলো। শাবকটিকে বাঁচানোর অনেক চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি।
সম্প্রতি বার্ধক্যজনিত কারনে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে কুনকি হাতি লক্ষ্মীর মৃত্যুর পর পরেই ফের তিন রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর ঘটনায় বনদপ্তরের অভ্যন্তরে শোরগোল পড়েছে। যদিও এবিষয়ে পার্ক কর্তৃপক্ষ সেভাবে কিছু জানাতে চায়নি। অসাবধানতা বশত মায়ের কামড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। গত ২০২৩ সালের আগস্ট মাসেও সাদা বাঘ কিকার কামড়ে মৃত্যু হয়েছিলো দুটি শাবকের। সেই সময় দুটি শাবকের মৃত্যুর তদন্তের পর ক্লিনচিট দেওয়া হয়েছিলো রাজ্য বনদপ্তরের জু- অথরিটির পক্ষে। শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক বাঘ প্রজননে গোটা দেশে নজির গড়েছে। চলতি বছরের এপ্রিল মাসেই শিলা ও বিভান রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি পাঁচ শাবকের জন্ম দেয়। বর্তমান শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে বাঘের সংখ্যা নয়টি। 
সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, "রিকার ভুলের কারণেই তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু হয়েছে। সমস্ত ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।" রাজ্য জু-অথরিটির সচিব সৌরভ চৌধুরী জানান, "দ্বিতীয়বার রিকা তিনটি শাবকের জন্ম দিলেও, রিকার শারিরীক সমস্যা রয়েছে। অসাবধানতার কারণে শাবকদের সরাতে গিয়ে ঘাড়ে কামড় লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয়। শ্বাসনালী ফুটো হয়ে গিয়ে তিনটি রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যু হয়েছে।"

 

Comments :0

Login to leave a comment