আন্তর্জাতিক নারীপাচার চক্রের হদিশ হুগলিতে। তারকেশ্বর থানা এলাকা থেকে অপহৃত এক নাবালিকাকে উদ্ধার করতে গিয়ে এই নারীপাচার চক্রের হদিশ পায় হুগলি গ্রামীণ পুলিশ। ঘটনায় তিন অভিযুক্তকে কলকাতা,অশোকনগর ও বিহার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম মিজানুর ওরফে রাহুল,শ্রীরাম রায় ও নন্দকিশোর কুমার।
রবিবার সকালে তারকেশ্বর থানায় এই ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করে হুগলির গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন।পুলিশসুত্রে জানা গেছে, গত জুলাই মাসের ১৩ তারিখে তারকেশ্বর এলাকার ১৭ বছরের নাবালিকাকে সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে অপহরন করার অভিযোগ দায়ের হয় তারকেশ্বর থানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে আন্তজার্তিক নারীপাচার চক্রের কবলে পড়েছে ওই নাবালিকা। নারীপাচার গ্যাংটিকে ধরতে ফাঁদ পাতে পুলিশ। সেই ফাঁদে ধরা পড়ে অভিযুক্ত মিজানুর ওরফে রাহুল ও তার সাগরেদ শ্রীরাম। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে,সোশ্যাল মিডিয়ায় প্রেমের টোপ দিয়ে নাবালিকাদের অপহরন করতো তাঁরা।
তারকেশ্বরের ওই নাবালিকাকেও অপহরন করে বিহারের চম্পারন এলাকায় পাচার করে। সেই কথা জানতে পেরে পুলিশ বিহারে যায় ও চম্পারন থেকে নন্দকিশোর কুমারকে গ্রেপ্তার করে। ওই এলাকায় তার একটি স্থানীয় নাচের দল ছিল যা গোপনে যৌনচক্র চালাত। অবশেষে পুলিশ জুলাই মাসের ১৯ তারিখে সেখান থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে। পুলিশসুত্রে দাবী, নারী পাচারের জন্য ও পুলিশ থেকে বাঁচতে ধৃতরা প্রায়ই নেপালে আশ্রয় নিত। পুলিশের অনুমান ওই নাবালিকাকেও নেপালে পাচারের মতলব করছিল ধৃতরা। এই নারীপাচার চক্র আরো কতদূর বিস্তীর্ণ তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Comments :0