Madhya Pradesh

কুঁড়েঘরে আগুন, মধ্যপ্রদেশে পুড়ে মৃত্যু দুই নাতনি ও দাদুর

জাতীয়

মার্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়। একটি কুঁড়েঘরে আগুন লেগে তিনজন জীবন্ত দগ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে দুই নাবালিকাও রয়েছে। জানা গেছে প্রচণ্ড ঠান্ডায় কুঁড়েঘরের ভেতর আগুন জ্বালিয়েছিলেন। রাতে সেই আগুন কুঁড়েঘরে ছড়িয়ে পড়লে সেখানে ঘুমন্ত তিনজনের মৃত্যু হয়।
‘শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিবপুরীর বৈরাদ থানা এলাকার লক্ষ্মীপুরা গ্রামে। এখানে বসবাসকারী বাসুদেব ও তাঁর স্ত্রী রুকমণি ধোলপুরে গিয়েছিলেন। যেখানে দাদু সঙ্গে ছিলেন তাঁর তিন মেয়ে অনুষ্কা(৭) জ্যোতি(৪) সন্ধ্যা(৫)। ৬৫ বছর বয়সী হাজারী বানজারা নাতনি সন্ধ্যা এবং জ্যোতি’র সাথে ঘুমাচ্ছিলেন। এরপর রাত ১১টার দিকে ঝুপড়িটিতে আগুন লাগে। জ্যোতি চোখ খুলল দেখতে পায় আগুন সে তখন কুঁড়েঘর থেকে দৌড়ে পালিয়েছিল, দৌড়ে প্রাণ বাঁচান জ্যোতি, কিন্তু তার দাদু এবং দুই বোনই জীবন্ত পুড়ে প্রাণ হারায়।
পুরো ঘটনাটি ঘটে জ্যোতির চোখের সামনে ঘটেছে। সে পুলিশকে জানায়, রাতে সবাই ঘুমাচ্ছিলেন, এমন সময় হঠাৎ ঘরে আগুন লাগে। আমি ভয় পেয়ে কাকা জিতেন্দ্র বানজারার কাছে ছুটে যাই। চাচা পুলিশকে খবর দেন। তারাও চিৎকার করে কুঁড়েঘরের দিকে ছুটে যায়।
বৈরাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ যাদব জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। একটি দমকল ইঞ্জিনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয় ৷ ওই কুঁড়েঘরের একটি ছাদ ছিল। আগুন লাগার পর জ্বলন্ত ছাদ পড়ে বৃদ্ধা ও তাঁর নাতনিদের ওপর। এতে তিনজনই দগ্ধ হন। কিছুক্ষণ পর তিনজনই মারা যান।
নিহতদের পরিবারের আরেক সদস্য ব্রজেন্দ্র বানজারা বলেন, ‘‘আবাস যোজনা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্থ পরিবারটি। আমরা তিন,ভাই দুই বছর আগে আবাসের জন্য আবেদন করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাননি। স্থায়ী বাসস্থানের ব্যবস্থা থাকলে হয়তো এই ঘটনা ঘটত না।

Comments :0

Login to leave a comment