Train Cancelled

ফের রক্ষাণাবেক্ষণ, বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজ্য

ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। হাওড়া ও শিয়ালদহ শাখায় বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন। এমনটাই ঘোষণা করেছে রেল। নিত্য যাত্রীরা জানেন রেল লাইনের ঘীর্ঘ অভিজ্ঞতার কথা। দুর্ভোগ কাকে বলে তাও তাদের অজানা নেই। রক্ষণাবেক্ষণের দোহাই দিয়ে বহুবার বহু লোকাল এবং দূর পাল্লার ট্রেন বালিত অথবা যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে রেলের তরফে। গত মার্চ মাসে নয় কামরার পরিবর্তে ১২ কামরার লোকাল ট্রেনের জন্য শিয়ালদহের এক থেকে চার নম্বর প্লাটর্ফমকে সম্প্রসারণ করা হয়। সেই কাজের সময়ও বাতিল ছিল পূর্ব রেলের মেন ও কর্ড শাখায় বহু লোকাল ট্রেন। কিছু ট্রেনের যাত্রাপথ আবার সংক্ষিপ্ত করা হয়। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা। যদিও সেই সময় থেকে শিয়ালদহ ডিভিশনে ১২ কামরার ট্রেন চলছে। কিন্তু সিগনাালিংএর সমস্য রয়েই গেছে এখনও। যা নিয়ে হেলদোল নেই রেলের। যেমন শিয়ালদহ ঢোকার আগে কারসেডের কাছে যে সিংগালিং বাবস্থা রয়েছে। সেখানে ১২ নম্বর প্লাটফ্রম দেখালে ট্রেনটি ঢোকে ১০ নম্বর প্লাটফ্রমে। একই অবস্থা ৭ থকে ১৪ নম্বর সিগনালিংএর ক্ষেত্রেও। 
কখনও রেল ট্র্যাকের কাজ, কখনও ওভারহেড, আবার কখনও সিগন্যালিং এর কাজ বিগত কয়েক বছর ধরেই হাওড়া নয়তো শিয়ালদহ থেমে থাকছে না কাজ। আর জেরেই বাতিল হচ্ছে একাধিক ট্রেন। যাত্রীগের ভোগান্তি থেকেই যাচ্ছে রক্ষণাবেক্ষণের কাজের জন্য। যদিও নিত্য যাত্রীরা বলেছেন, ‘‘১২ মাসই রেল কাজ করে চলেছেন। আখেরে কাজের কাজ কিছু হচ্ছে না। দমদমে সম্প্রসারণের কাজ হয়েছে বাতিল থেকেছে বহু ট্রেন। রেল জানিয়েছিল রেল পথে পতি আনতে ট্রেন বাতিলের সিদ্ধান্ত। কিন্তু বাস্তবে কি দেখা গেল, দমদম থেকে শিয়ালদহে ট্টেন পৌছাতে সময় নিচ্ছে ৩০ মিনিট থেকে চল্লিশ মিনিট। যেখানে সময় লাগার কথা ১৫ মিনিট। যাত্রীদের বক্তব্য রেল শুধুই কাজ করে যাচ্ছে, ট্রেন যাত্রীদের সেই ভোগন্তি অব্যাহত।’’   
ফের ট্রাফিক ব্লকের জন্য শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিলের করার কথা জানালো রেল। রেলের তরফে একথা জানানো হয়েছে। পূর্ব রেলের ঘোষণ দমদম স্টেশনে ডাউন লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। তাই শনিবার ও রবিবার মিলিয়ে ৪৭টি লোকাল ট্রেন বাতিল থাকবে। কাজ হবে শনিবার রাত থেকেই। হাওড়া বিভাগের হরিপাল ও নালিকুল স্টেশনে ব্রিজের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল। লিলুয়া ও হাওড়া স্টেশনের মাঝে রেল ওভারব্রিজ সম্প্রসারণের কাজের জন্য প্রায় ৩০ জোড়া লোকাল ট্রেনসহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের কথা বলেছে পূর্ব রেল। সেই কারণে শনিবার রবিবার লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারে বলে জানিয়েছে পূর্বরেল কর্তৃপক্ষ। শনিবার ও রবিবার শিয়ালদহ মেন ও উত্তর শাখায় মোট ৪৭টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। দমদম স্টেশনে ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যার জেরে প্রভাব পড়বে হাবরা, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি সেকশনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে।
রেল সূত্রে খবর, শনিবার রাতে ৩২২৪৯ আপ শিয়ালদহ-ডানকুনি লোকাল এবং ডাউন ৩২২৫২ ডানকুনি-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। 
রবিবার আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ ও ৩২২১৮ শিয়ালদহ-ডানকুনি লোকাল বাতিল থাকবে। 
ডাউন লাইনে ৩২২১২,৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০ ডানকুনি-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে।
এছাড়া আপ ৩৩৮১১ ও ৩৩৮১৩ শিয়ালদহ-বনগাঁ, ৩৩৬৫১ ও ৩৩৬৫৩ শিয়ালদহ-হাবরা, ৩৩৬১৩ শিয়ালদহ-দত্তপুকুর, ৩৩৩৫৭ বারাসত-দত্তপুকুর, ৩৩৫১৩ শিয়ালদহ-হাসনাবাদ লোকাল বাতিল থাকছে রবিবার। 
ডাউনে ৩৩৮২০, ৩৩৮২২ বনগাঁ-শিয়ালদা লোকাল ৩৩৬৫২, ৩৩৬৫৪ হাবরা শিয়ালদা, ৩৩৬১২, ৩৩৬১৬, ৩৩৬১৮ দত্তপুকুর- শিয়ালদা, ৩৩৫১৪ হাসনাবাদ-শিয়ালদা লোকাল বাতিল থাকছে। 
বাতিল থাকছে ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬ রানাঘাট-শিয়ালদহ লোকাল। ৩১৩১২-৩১৩১৬ কল্যাণী সীমান্ত-শিয়ালদহ, ৩১৫১২-৩১৬১৬ শান্তিপুকুর-শিয়ালদহ, ৩১৯১২ গেদে-শিয়ালদহ, ৩১৮১২ কৃষ্ণনগর-শিয়ালদহ ও ৩১৪১৪ নৈহাটি-শিয়ালদহ লোকালও। শনিবার ০৩১৭২ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার লালগোলা থেকে রাত ১০টা ১৫ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ১০টা ৪৫ মিনিটে। 

Comments :0

Login to leave a comment