MD Salim at alipurduar

দু'দলই দল ভাঙায়, গণতন্ত্র নিয়ে খেলা করে

রাজ্য

MD Salim at alipurduar

 

 

শম্ভু চরণ নাথ
দাম পাচ্ছেন না আলুচাষীরা। খরচ উঠছে না চাষের। আর রাজ্যের তৃণমূল সরকার হাত গুটিয়ে বসে আছে। 

এটি মানুষের বিষয়। এমন জীবনের বিষয় থেকে নজর ঘোরাতে রাজভবনের সঙ্গে নবান্নের ঝগড়ার নাটক হয়। বামপন্থীরা জনতার বিষয় নিয়ে গড়ছে লড়াই। 

মঙ্গলবার আলিপুরদুয়ারে দুই সভায় এ কথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 

১১ মার্চ রাস্তা অবরোধের ডাক দিয়েছেন কৃষকরা। বামপন্থীরা আনেদোলনকে সমর্থন করেছে। 

বিজেপি আর তৃণমূলের সঙ্গে লড়াইকে দোনলা বন্দুক থেকে গুলি ছোঁড়ার সঙ্গে তুলনা করেছেন সেলিম। দু'দলেরই দল ভাঙানোর রাজনীতিতে গণতন্ত্র বিপন্ন, বলেছেন তিনি। 

এই তুলনাতেই এসেছে আদানি প্রসঙ্গ। দু'দলকেই মদত দিচ্ছে লুটেরা পুঁজির পাণ্ডারা, মনে করান সেলিম। প্রতিরোধে জনতাকে শামিল করার আহ্বান জানান। 

Comments :0

Login to leave a comment