beedi workers on strike in Hasanabad from tomorrow

তৃণমূল-মালিক আঁতাত, কাল থেকে হাসনাবাদে ধর্মঘটে বিড়ি শ্রমিকরা

জেলা

শ্রমিকদের ফাঁদে ফেলার চেষ্টায় ছিল আইএনটিটিইউসি। মালিক পক্ষ এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতাদের গোপন বোঝপড়ায় গভীর ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতে বাধ্য হলো বিড়ি শ্রমিকরা। তাকে সমর্থন জানালো বসিরহাট মহকুমা বিড়ি শ্রমিক যৌথ সংগ্রাম কমিটি। মালিকদের নানান টালবাহানায় সরকার নির্ধারিত মজুরি ২৭৩.৫৮টাকা সহ অন্যান্য দাবি দাওয়া অধরাই থেকে যাচ্ছে। মালিক পক্ষ আলোচনায় বসার দিন দিয়েও বসছে না। পর্দার আড়ালে থেকে মালিকদের এই আচরনকে প্রত্যক্ষ মদত দিচ্ছে তৃণমূলের শ্রমিক নেতারা।

সরকার নির্ধারিত মজুরি দিচ্ছে না অথচ তৃণমূল কংগ্রেস প্রভাবিত ইউনিয়ন সে পথে না হেঁটে মালিক পক্ষের সাথে বোঝাপড়া করে চলছে। এই পরিস্থিতিতে বুধবার শ্রমিকদের সাথে আলোচনায় বসবে বলেও হাসনাবাদ ফুটবল ময়দানে শ্রমিকদের দীর্ঘক্ষণ বসিয়ে রেখে বেপাত্তা হয়ে যায় মালিকরা। এতে চরম অপমানিত হয় দিন আনা দিন খাওয়া বিড়ি শ্রমিকরা। এদিন উপস্থিত বিড়ি শ্রমিকদের যাদের একটি বড় অংশ মহিলা। তাঁরা সবাই একযোগে আওয়াজ তোলে এই অপমানের জবাব দিতে হবে মালিকদের। গত নভেম্বর মাস থেকে মালিকরা নানান টালবাহানা শুরু করেছে। প্রয়োজনে না খেয়ে থাকবো কিন্তু মালিকদের এই অমানবিক আচরণ মেনে নেব না। শ্রমিকরা এই অপমানের জবাব চাইতে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করার ঘোষণা করে মিছিল করে হাসনাবাদ বাজার প্রদক্ষিণ করে। মিছিল শুরুর আগে বিড়ি শ্রমিকদের এই আন্দোলনে গণতন্ত্র প্রিয় মানুষকে এগিয়ে আসার আহ্বান জানায় বিড়ি শ্রমিকরা।

 বিড়ি শ্রমিকরা আরও অভিযোগ, দীর্ঘদিন বন্ধ হয়ে আছে সামাজিক সুরক্ষা প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা। তৃণমূল প্রভাবিত শ্রমিক ইউনিয়ন যা নিয়ে একটি কথাও বলে না। বরং এসব কিছুকে গুলিয়ে দিতে এবং কার্যতঃ মালিকদের সুবিধা পাইয়ে দিতে তৎপর স্থানীয় বিধায়ক থেকে শুরু করে আইএনটিটিইউসি নেতারা। এদিন এমনই অভিযোগ করলেন বসিরহাট মহকুমা বিড়ি শ্রমিক যৌথ সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। বুধবার বিকেলে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হাসনাবাদের বনবিবি সেতু সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সভা হয় মিছিল শেষে। দাবি ওঠে বিড়ি শ্রমিকদের সরকার নির্ধারিত ন্যুনতম ২৭৩.৫৮টাকা মজুরি দিতে হবে। কন্ট্রাক্টর ও সাব কন্ট্রাক্টর পদ্ধতি বাতিল করতে হবে। ভালো মানের তামাক ও পাতা সরবরাহ করতে হবে। 

Comments :0

Login to leave a comment