রাজ্যসভায় আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। রাজ্যসভার উপনির্বাচন আসন্ন। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন। শনিবার টুইটারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তৃণমূল। ২০২১ সালে প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জহর সরকারকে দলের সাংসদ পদে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি। তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর শূন্য আসনে জহর সরকার সাংসদ হয়েছিলেন। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে গত ১২ ফেব্রুয়ারি ইস্তফা দিয়েছিলেন তিনি। তাঁর সেই শূন্য আসনে এ বার ঋতব্রতকে প্রার্থী করল তৃণমূল।
জানা গেছে, মুখ্যমন্ত্রী ঋতব্রতকে প্রস্তাব দেন। রাজি হয়ে যান তিনি। জহর সরকারের সাংসদ হিসাবে আরও ১৫ মাস মেয়াদ ছিল। তিনি ইস্তফা দেওয়ায় রাজ্যসভার যে আসনটি শূন্য হয়েছে সেই আসনে মনোনয়ন পেলেন ঋতব্রত ব্যানার্জি। সরাদেশের মধ্যে রাজ্য সভায় তিনটি আসন ফাঁকা রয়েছে অন্ধ্রপ্রদেশর। ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং হরিয়ানা এই তিনিটি রাজ্যে একটি করে আসন ফাঁকা রয়েছে। রাজ্যসভার এই ছয় আসনের সাংসদরা নানা কারণে ইস্তফা দিয়েছেন। সেই ফাঁকা আসনগুলিতে নির্বাচন হবে আগামী ২০ ডিসেম্বর। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়ন পেশের শেষ দিন ১০ ডিসেম্বর। স্ক্রুটিনি ১১ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। নির্বাচন হবে ২০ ডিসেম্বর।
Trinamool's Rajya Sabha candidate
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ঋতব্রত ব্যানার্জি
×
Comments :0