Islampur

দুটি বাইকের সংঘর্ষ, ইসলামপুরে মৃত ৫

রাজ্য জেলা

এবারের পুজো মৃত্যুকে ডেকে নিয়ে আসবে তা কল্পনাতেও ভাবতে পারে নি চোপড়ার শীতলাগাঁও ও রামগঞ্জের বসাক পাড়ার পাঁচ যুবক। গ্রামের পাঁচ পাঁচটি তরতাজা যুবকের প্রাণ কেড়ে নিল একটি দুর্ঘটনা। দশমীর রাতে পুজো দেখে বাড়ি ফেরার পথে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত পাঁচ। গুরুতর জখম আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের সুচিয়ানি এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম, শীতলাগাঁওয়ের বাসিন্দা নিমাই দাস(২৩), পরিতোষ দাস (১৮), ওম দাস (২৪) এবং রামগঞ্জ বসাকপাড়ার বাসিন্দা ভোলা বসাক (২১) ও মানিক বসাক (২৪)।
স্থানীয় ও পরিবার জানা গিয়েছে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার তিন যুবক চোপড়া এলাকায় পুজো দেখতে গিয়েছিলেন এবং চোপড়ার শীতলাগাঁও এলাকা থেকে তিন যুবক ইসলামপুরে পুজো দেখতে এসেছিল। পুজো দেখে বাড়ি ফেরার পথে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। গুরুতর ভাবে জখম হয় তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও স্থানীয়রা জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে দেহগুলির ময়নাতদন্ত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment