UEFA

চ্যাম্পিয়নস লিগে বিশৃঙ্খলার দায় স্বীকার উয়েফার

খেলা আন্তর্জাতিক

UEFA

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বিশডঙ্খলার দায় স্বীকার করেছে উয়েফা। ইউরোপীয়ান ফুটবলের নিয়ামক সংস্থার নিজের তদন্তেই বিপজ্জনক গাফিলতি উঠে এসেছে। তদন্তে বলা হয়েছে যে লিভারপুলের সমর্থকদের ওপর মিথ্যা দায় চাপানো হয়েছিল। 

উয়েফার নিরাপত্তা ব্যবস্থাপনার পাশাপাশি তদন্তে দায়ী করা হয়েছে প্যারিসের প্রশাসনকেও। এ বছর রাগবি বিশ্বকাপ এবং ২০২৪’র অলিম্পিক হবে প্যারিসে। রিপোর্টে বলা হয়েছে, তার আগে নিরাপত্তা বিষয়ে পর্যালোচনা করা উচিত প্রশাসনের। 

গত বছর মে’তে লিভারপুল-রিয়েল মাদ্রিদ ফাইনালে তুলকালাম হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে, ঝাঁঝালো রাসায়নিক ছড়ানো হয়। তদন্ত রিপোর্ট বলছে, সমর্থকদের অহেতুক দোষ দেওয়া হচ্ছে। বিপুল জনসমাগম, ঢোকা-বেরনোর রাস্তার পরিসর, নিরাপত্তার আয়োজন কিছুই আগে থেকে খতিয়ে দেখা হয়নি। 

আরও বলা হয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রাণহানিও ঘটতে পারত। ঘটনাচক্রে তেমন কিছু ঘটেনি। নানা মহলে সমালোচনার মুখে এই তদন্ত দল নিজেই নিয়োগ করেছিল উয়েফা। 

 

Comments :0

Login to leave a comment