বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যান সিটিকে হারালো রিয়াল মাদ্রিদ। খেলার ফল ৩-১ । হ্যাটট্রিক করেন কিলিয়ান এম্ব্যাপে। ম্যাচের ৪ মিনিটের মাথায় আসেনসিওর লম্বা থ্রু পাসটি রুবেন ডিয়াজ ধরতে পারেননি। সেই সুযোগে আগুয়ান গোলরক্ষক এডারসনের মাথার উপর দিয়ে তুলে সুন্দর ফিনিশ করলেন এম্ব্যাপে। ৩৩ মিনিটে ভিনির পাস থেকে নিজস্ব ভঙ্গিতেই ৩ -৪ জনকে কাটিয়ে সাইডে প্লেস করলেন এডারসনের। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে গোলটিও এল একইরকমভাবেই। ম্যাচের ৯০+২ মিনিটে ম্যান সিটির নিকো গঞ্জালেস একটি গোল শোধ দিলেও ততক্ষণে চ্যাম্পিয়ন্স লিগ থেকে গার্দিওলার বিদায়ঘণ্টা বেজে গেছে। এই মরশুমে প্রিমিয়ার লিগে খুব একটা ভালো জায়গায় নেই ম্যান সিটি । তাই চ্যাম্পিয়ন্স লিগটাকেই টার্গেট করেছিল তারা। কিন্তু তাদের দুর্ভাগ্য যে তাদের সামনে পড়েগেছিল সর্বাধিক ১৫বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। ম্যাচটি জিতে ১৬ নম্বর শিরোপার দিকে অগ্রসর হল কার্লো আন্সেলত্তির দল। এছাড়াও অন্যান্য ম্যাচে জুভেন্টাসকে ৩-১ ( ৪-৩ ) গোলে হারিয়ে শেষ ১৬য় জায়গা করে নিল পিএসভি আইন্দহোভেন। ব্রেস্টকে ৭-০ গোলে হারাল পিএসজি। দুই পর্ব মিলিয়ে মোট ১০-০ গোলে জিতল তারা।
UEFA CHAMPIONS LEAGUE
এম্ব্যাপের হ্যাটট্রিক, শেষ ১৬য় রিয়াল মাদ্রিদ

×
মন্তব্যসমূহ :0