দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত জানালো আমেরিকা। বিভিন্ন দেশের সঙ্গে সংঘাতের আবহে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ৪১টি দেশের নাগরিকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রসুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর দপ্তর। রুবিও সোশাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের সঙ্গে কোনও কিছুই আলোচনার নেই। তাঁকে স্বাগত জানানো হচ্ছে না।’’
দুই সংবাদ প্রতিষ্ঠান রয়টার্স এবং নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবর ঘিরেও আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন দেশে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে মোট ৪১টি দেশে ত্রিস্তরীয় নিষেধাজ্ঞা জারির দিকে এগচ্ছে ট্রাম্প প্রশাসন। তার মধ্যে ‘লাল তালিকা’-য় রয়েছে ১১ দেশ। আফগানিস্তান এবং ভুটানকে রাখা হয়েছে এই তালিকায়।
‘লাল তালিকা’-র দেশগুলির নাগরিকদের ভিসা পুরোপুরি বন্ধ করার দিকে এগতে পারে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে বিবেচনায় রয়েছে কিউবা, ইরান, ভেনেজুয়েলাও। পাশাপাশি সুদান, ইয়েমেন, গণতান্ত্রিক কোরিয়া, লিবিয়াকেও আনা হচ্ছে তালিকায়।
‘কমলা তালিকা‘-য় আরও ১০ দেশকে রাখতে পারে ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে কেবল স্বল্পমেয়াদী ভিসা মঞ্জুর করা হবে। তার মধ্যে পাকিস্তান, বার্মা থাকতে পারে। ‘হলুদ তালিকা’ তৈরি হচ্ছে আফ্রিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলির জন্য। রাশিয়া কমলা তালিকায় থাকলেও ভারত বা চীন কোনও নিষেধাজ্ঞার আওতায় থাকছে না বলে জানা গিয়েছে।
আমেরিকায় বসবাসকারী এই দেশগুলির নাগরিকরা কী অবস্থায় পড়বেন, আশঙ্কা রয়েছে তা নিয়ে। ভিসা নিয়ে পড়ছে বহু ছাত্রছাত্রীও।
ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় একগুচ্ছ মুসলিম প্রধান দেশ রয়েছে।
শনিবারই আবার রাষ্ট্রসঙ্ঘের ‘ইসলাম বিদ্বেষ প্রতিরোধী’ দিবস। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব মুসলিম বিদ্বেষ ছড়ানো বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
US South Africa
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার আমেরিকার, নিষেধাজ্ঞায় আসছে ৪১ দেশ

×
Comments :0