Trump Musk

মাস্কের সঙ্গে বিরোধে দায়িত্ব ছাড়লেন সামাজিক সুরক্ষা প্রধান

আন্তর্জাতিক

দায়িত্ব ছাড়লেন মিশেলে কিং। সামাজিক সুরক্ষা এজেন্সির প্রধান পদে মাসখানেক আগেই তাঁকে বেছেছিলেন ডোনাল্ড ট্রাম্প। 
সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদে ধনকুবের এলন মাস্ক কে বসিয়েছেন ট্রাম্প। তাঁর সঙ্গে কয়েকদফা সংঘাত হয় মাস্কের। 
মার্কিন পর্যবেক্ষক মহল বলছে, দক্ষতার নামে সরকারি সব দপ্তরে নজরদারি চালাচ্ছেন এলন মাস্ক। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ একাংশও তা মেনে নিতে পারছেন না। 
মিশেলে কিংয়ের সঙ্গে মাস্কের বিরোধ বাঁধে সরকারি কর্মীদের গোপন এবং অত্যন্ত স্পর্শকাতর তথ্য বিনিময়ের দাবি ঘিরে। মাস্কের দক্ষতা বৃদ্ধি বিভাগ সেই তথ্যের দখল নিতে চাইছে দীর্ঘদিন। সম্প্রতি একটি আদালতেও অনুমতি হাসিল করেছেন মাস্ক। 
মার্কিন প্রশাসন জানিয়েছে মাস্কের জায়গায় সামাজিক সুরক্ষা বিভাগের কমিশনার করা হচ্ছে লিল্যান্ড দুদেককে। 
ট্রাম্প এবং মাস্ক প্রায় গণহারে সরকারি কর্মীদের ছাঁটাই শুরু করেছেন। তার মধ্যে পরমাণু গবেষণা বিভাগের দক্ষ কর্মীদের ছাঁটাই যেমন রয়েছে, তেমনি রয়েছে ‘বার্ড ফ্লু’ মোকাবিলায় দক্ষ কর্মীদের নাম। বিষয়টি নিয়ে শোরগোল হতে কয়েকজনকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু বিভিন্ন অংশই বলছে দক্ষতা বৃদ্ধির নামে আসলে তাবেদার নিয়োগ করে প্রশাসন চালাতে চাইছে ট্রাম্প-মাস্ক জুটি।

Comments :0

Login to leave a comment