UT Faundation day

কেন্দ্রশাসিত অঞ্চল দিবস পালন কাশ্মীরের জনতার অসম্মান: তারিগামি

জাতীয়

কেন্দ্রশাসিত অঞ্চল করে কেড়ে নেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের মর্যাদা। সেই পদক্ষেপকেই আবার ‘প্রতিষ্ঠা দিবস’ বলে পালন করা হচ্ছে। অপমান করা হচ্ছে জম্মু ও কাশ্মীরের জনতাকে।
‘কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিষ্ঠা দিবস’ পালন প্রসঙ্গে বৃহস্পতিবার এই প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ তারিগামি। জম্মু ও কাশ্মীরের কুলগাম বিধানসভার বিধায়কও তিনি।
কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার দুই সাংবিধানিক ধারা ৩৭০ ও ৩৫(ক) বাতিল করে। সেই আইন লাগু হয় ৩১ অক্টোবর। এই দিনটিই আবার ঘটা করে পালনে নেমেছে কেন্দ্র এবং বিজেপি।
তারিগামি বলেছেন, ‘‘ একটি ঐতিহাসিক রাজ্যের মর্যাদাহানি করে স্থানীয় প্রশাসনে পরিণত করা হয়েছে। জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের সন্মানহানি করা হয়েছে। তাকেই আবার পালন করা হচ্ছে।’’
পূর্ণ রাজ্য জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গড়া হয়। কেন্দ্রশাসিত অঞ্চলকে পূর্ণরাজ্যের মর্যাদা দেওয়ার ঠিক উলটো পথে হেঁটেছে বিজেপি। পূর্ণরাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। তারিগামি বলেন, ’’প্রধানমন্ত্রীর কাছে নবনির্বাচিত সরকার আপিল করেছে যে প্রতিশ্রুতি অনুযায়ী জম্মু কাশ্মীরকে পুনরায় রাজ্যের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টও তাঁদের নির্দেশে এই কথা জানিয়েছে।’’
দশ বছর বাদে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে সম্প্রতি। কেন্দ্রের সিদ্ধান্তে জনতার ক্ষোভ স্পষ্ট ধরা পড়েছে। বিজেপি হেরেছে। সরকারে আসীন ন্যাশনাল কনফারেন্স। ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস এবং বামপন্থীদের আসন সমঝোতাও হয়। 
পূর্ণরাজ্যকে ভেঙে দিয়ে জম্মু কাশ্মীর ও লাদাখ, এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত বলেও বিবেচিত হয়েছে। কেন্দ্র শাসিত অঞ্চল প্রতিষ্ঠা দিবসের বিরোধিতা করে 
জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী পালনের অনুষ্ঠান বয়কট করে। 
পিডিপির নেত্রী মেহেবুবা মুফতি বলেন, " আজ পর্যন্ত কোনও রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়নি। বরং অনেক কেন্দ্র শাসিত অঞ্চলকে পূর্ণ রাজ্যে উন্নীত করা হয়েছে। জম্মু কাশ্মীরের সাথে যেটা হয়েছে সেটা কোথাও হয়নি। তিনি আরও বলেন, "আমরা রাজ্যপালকে জানিয়েছি এই দিন আমাদের জন্য একটি অন্ধকার দিন।’’

Comments :0

Login to leave a comment