উৎসবে অনুভবে
কবিতা
শুয়োপোকা
ডা লহরী বড়াল চক্রবর্তী
নতুনপাতা
২৯ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩
শুয়োপোকার পাগুলো সব
চল্লিশ হাজার হবে
একসঙ্গে চলছে বোধহয়
চল্লিশ হাজার শব্দে।
সিঁড়ি বেয়ে ওঠে যখন
সেনা মার্চ করে
প্যারেড করছে নিয়ম মতে
মচমচ জুতোর শব্দে।
তাই দেখে খোকনসোনা
হাততালি দেয় জোরে
হাসছে কতই খিলখিলিয়ে
আনন্দ যা তোরা দেখে।
Comments :0