Union Carbide Waste SC

ইউনিয়ন কার্বাইডের বিষাক্ত বর্জ্য সরানো মামলায় নোটিশ সুপ্রিম কোর্টের

জাতীয়

বিষাক্ত বর্জ্য ফেলার প্রতিবাদে মিছিল পীথমপুরে।

ভোপালের কুখ্যাত ইউনিয়ন কার্বাইডের বিষাক্ত বর্জ্য পীথমপুরে ফেলার নির্দেশ দিয়েছিল। তা নিয়ে গুরুতর আপত্তি ওঠায় আদালত নোটিশ পাঠালো মধ্য প্রদেশ সরকারকে। 
মধ্য প্রদেশের ধার জেলার পীথমপুরে গত কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। গত ৩ ডিসেম্বর মধ্য প্রদেশ হাইকোর্টের জব্বলপুর বেঞ্চ এক নির্দেশে বলে যে ইউনিয়ন কার্বাইডের বর্জ্য ভোপালের অবস্থা সঙ্গিন করে তুলেছে। এই এলাকা পরিষ্কার করে দিতে হবে। নিরাপদের বিষাক্ত বর্জ্য সরাতে হবে।
ধার জেলার পীথমপুরে বিকল্প জায়গা বাছার পর থেকেই স্থানীয়রা তীব্র আপত্তি তোলেন। প্রতিবাদীরা দলে দলে শব সেজে রাস্তায় শুয়ে থেকেছেন গত সপ্তাহে। হাইকোর্টের রায়ে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের আবেদনে সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন আইনজীবী দেবদত্ত কামাত। পীথমপুরে প্রস্তাবিত এলাকার চারপাশে জনবসতি রয়েছে। তীব্র আতঙ্ক এবং বিক্ষোভ ছড়িয়েছে এলাকায়, শীর্ষ আদালতকে জানিয়েছেন তিনি। 
১৯৮৪’র ২ এবং৩ ডিসেম্বর মাঝের রাতে এই কারখানা থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক করে। সরকারি স্তরেই জানানো হয় যে ২ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি মতে সংখ্যা বহু বেশি। স্থায়ী ভাবে দৃষ্টিশক্তি হারানো, পঙ্গু এবং গুরুতর শারীরিক অসুস্থতার শিকার হয়েছেন আরও কয়েক হাজার। কিন্তু মার্কিন সংস্থা ইউনিয়ন কার্বাইড নামমাত্র নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে পার পেয়ে যায়। 
এদিকে ‘পীথমপুর বাঁচাও সমিতি’ নাম দিয়ে গড়ে উঠেছে মঞ্চ। বিষাক্ত বর্জ্য ফেলার নির্দেশের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে পরিস্থিতি কোন  দিকে যায় সেদিকে তাকিয়ে রয়েছে বহু অংশ।

Comments :0

Login to leave a comment