DEATH TEACHER BARANAGAR

শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু, প্রিন্সিপালের শাস্তির দাবিতে অবরোধ ডানলপে

জেলা

ফেসবুক লাইভে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছিলেন শিক্ষিকা। ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় কিছু পরই। শিক্ষিকার মৃত্যুতে দায়ী স্কুল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে শনিবার রাস্তা অবরোধ চলল ডানলপ মোড়ে। 
বরানগরের বাসিন্দা ওই শিক্ষিকা জসবীর কৌর ফেসবুক লাইভে অভিযোগ তোলেন সবিস্তারে। তাঁর স্কুল কর্তৃপক্ষ অবসরের মাত্র দু’বছর আগে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। নিয়মিত হেনস্তা, অপমানের মুখে পড়তে হচ্ছে তাঁকে, বলেন তিনি। ৫ ডিসেম্বর মেলে তাঁর দেহ। 
শনিবার ডানলপ অবরোধ করে তাঁর পরিজনবর্গ বলেছেন, দোষীদের শাস্তি না দেওয়া অবধি দেহের শেষকৃত্য করা হবে না। ডানলপ মোড় অবরোধ করেন তাঁরা। 
মৃত শিক্ষিকার পরিবার দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
পরিজনবর্গের অভিযোগ, স্কুলের প্রিন্সিপাল নিজেই চালাতেন ‘থ্রেট কালচার’। তাঁর শাস্তির দাবি করছি।

Comments :0

Login to leave a comment