Jamaat and RSS are the same, there is no difference: Salim

জামাত, আরএসএস এক, কোন ফারাক নেই : সেলিম

রাজ্য

"নবদ্বীপ বাংলার তথা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক ঐতিহ্যবাহি জায়গা। নানক, চৈতন্য দেব এই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন। এই সমন্বয় ভাঙার চেষ্টা হচ্ছে। গোটা বিশ্ব জুড়ে এই কাজ হচ্ছে।" সিপিআই(এম) নদীয়া জেলা সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন রাজ্য সম্পাদক  মহম্মদ সেলিম।

তিনি বলেন, "বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে ওখানকার মৌলবাদীরা। এখানে করছে বিজেপি, আরএসএস। এরা একে ওপরের পরিপূরক। আমরা দেখেছি এই রাজ্যে ভোটের সময় ধর্মে ধর্মে মানুষকে ভাগ করা হচ্ছে। দিনের শেষে মানুষ আক্রান্ত হচ্ছে। এখানেই আমাদের দায়িত্ব মানুষকে এক রাখার।"

আর জি কর কাণ্ডে সিবিআই চার্জ শিট জমা না দেওয়ায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল। এই প্রসঙ্গে তিনি বলেন, আর জি করের সিবিআই ব্যর্থতা দেখিয়ে দিয়েছে মানুষ লড়াই চালিয়ে যাবেন। বিভিন্ন জায়গায় মানুষ পথে নেমেছেন। মানুষের ওপর অত্যাচার বাড়ছে, বেকারী বাড়ছে আর অন্য দিকে লুঠ বাড়ছে।

তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার প্রসঙ্গে সেলিম বলেন, "পার্টির ইন্টারনাল কমিটি তন্ময় ভট্টাচার্যের বিষয়টি তদন্ত করছিলেন তদন্ত শেষ হয়েছে তদন্ত প্রক্রিয়া চলাকালীন তাকে সাসপেন্ড করা হয়েছিল তদন্ত শেষ হওয়ায় সাস্পেনশন তুলে নেওয়া হয়েছে রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে।"

Comments :0

Login to leave a comment