BIMAN BASU

বিজ্ঞানচেতনা প্রসারের আহ্বান বিমান বসুর

কলকাতা

BIMAN BASU রবিবার হরিদেবপুরে রক্তদান শিবিরে বিমান বসু। ছবি: মনোজ আচার্য

বিজ্ঞান চেতনা প্রসারে লড়াই চলছে। রক্তদান, চক্ষুদান বা দেহদানে এগিয়ে আসছেন বহু মানুষ। কিন্তু অবৈজ্ঞানিক ধ্যান ধারণাও ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিজ্ঞানসম্মত চিন্তা প্রসারের লড়াই আরও জোরদার করা প্রয়োজন। 

রবিবার কলকাতার হরিদেবপুর এলাকায় একটি রক্তদান শিবিরে এ কথা বলেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। প্রয়াত কমরেড সমর রায়চৌধুরী স্মরণে এই রক্তদান শিবির হয় হরিদেবপুরের সোদপুর গার্লস স্কুলে। প্রবীণ কমিউনিস্ট নেতা  বিমান বসুই উদ্বোধন করেন শিবিরের। ছিলেন নিরঞ্জন চ‍্যাটার্জি, সুব্রত দত্ত, প্রতীপ দাশগুপ্ত সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ। 

রক্তদানের পাশাপাশি এই শিবিরে লিভারের পরীক্ষা করা হয়। 

সোদপুরের ক্ষুদিরাম কলোনি এলাকায় এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, ইসিজি, ব্লাড সুগার, চক্ষু পরীক্ষা ও চশমা দেওয়া হয়। এই শিবিরেও যান বিমান বসু। 

Comments :0

Login to leave a comment