RG Kar Student Death

মেডিক্যাল কাউন্সিলে কেন ফের অভীক-বিরূপাক্ষরা, ৬ ডিসেম্বর ফের অভিযান

রাজ্য কলকাতা

আরজি কর হাসপাতালে ডাক্তারদের অবস্থান মঞ্চে সাংবাদিক বৈঠক জুনিয়র চিকিৎসকরা

অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসদের রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ফিরিয়ে আনার প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযানে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ৬ ডিসেম্বর দুপুর ৩টের সময় রাজ্য মেডিক্যাল কাউন্সিল দপ্তরের সামনে থেকে মিছিল শুরু করবে তাঁরা। সিনিয়র চিকিৎসকরাও এই মিছিলে থাকবেন বলে জানিয়েছেন তাঁরা। উপস্থিত থাকবেন নাগরিকদের তৈরি ‘অভয়া মঞ্চ’-র প্রতিনিধিরা।  
বুধবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করল জুনিয়র চিকিৎসকদের মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।


এদিন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারদের অবস্থান মঞ্চে সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকরা। সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "সরকার সরাসরি থ্রেট সিন্ডিকেট-কে প্রশয় দিচ্ছে। 'থ্রেট কালচার'-র সাথে যুক্ত থাকার অভিযোগে বিভিন্ন মেডিক্যাল কলেজের থেকে যাদের বহিষ্কার করা হয়েছিল সেই কলেজগুলির অধ্যক্ষদের বয়ান পাল্টাতে বলা হচ্ছে। মামলা হচ্ছে। কিন্তু অধক্ষ্যদের ঠিক মতো সরকারি আইনজীবী দেওয়া হচ্ছে না। অধ্যক্ষদের বাধ্য হয়ে আদালতে বলতে বলা হচ্ছে যে তাঁদের ঘেরাও করায় চাপে পরে বহিস্কার করেছেন।" 
দেবাশিস আরো বলেন, "কে এই আশিস পান্ডে? কেন তাদের বাঁচানোর চেষ্টা হচ্ছে? তার উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আর রোগী কল্যাণ সমিতি সংক্রান্ত আমাদের কোনো দাবি ছিল না। রোগী কল্যাণ সমিতির মাথায় কাদের বসানো হবে তা নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই।"
ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত না হলে এই থ্রেট কালচারের মাথাদের রাজ্যের সমস্ত কলেজ বিশ্বাবিদ্যালয় থেকে সরানো যাবে না এমন টা অভিযোগ করছেন সংশ্লিষ্ট মহল। দেবাশিস বলেন, আন্দোলনের শেষ থাকে না, থাকে শুধু শুরুয়াত। আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। ন্যায়বিচারের লড়াই, ভয়ের রাজনীতি বিরুদ্ধে লড়াই চলবে।’’
তিনি বলেন, ‘‘আমাদের আন্দোলন অরাজনৈতিক নয়। কিন্তু দলীয় রাজনীতিকে আমরা প্রথম থেকে দূরে রেখেছি। আমাদের রাজনীতি ন্যায়বিচারের রাজনীতি।’’
শুক্রবার, ৬ ডিসেম্বর, বিকেল ৩টের সময় মেডিকেল কাউন্সিলের সামনে থেকে মিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের।

Comments :0

Login to leave a comment