India Bloc

তেরঙ্গা, লাল গোলাপ হাতে সংসদ চালাতে দেওয়ার দাবি ইন্ডিয়া ব্লকের

জাতীয়

১১ ডিসেম্বর, বুধবার, বেশ কয়েকজন বিরোধী সাংসদ সংসদ চত্বরে বিজেপি সাংসদদের এক হাতে তেরঙ্গা এবং অন্য হাতে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়ে, তারা  বিজেপিকে সংসদের কাজকর্ম এবং আদানি ইস্যু সহ সমস্ত বিষয় নিয়ে আলোচনা নিশ্চিত করার আহ্বান জানান।
আদানি ইস্যুতে কংগ্রেসের নেতৃত্বে ধারাবাহিক অস্বাভাবিক দৈনিক বিক্ষোভের মধ্যে এটি সর্বশেষতম প্রতিবাদ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে কার্ড আকারে তেরঙ্গা দেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং কংগ্রেস, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এবং বাম দলগুলির অন্যান্য সাংসদরা মূল দরজার সিঁড়ির সামনে দাঁড়িয়েছিলেন, তাদের বেশিরভাগেরই হাতে একটি ছোট তেরঙা কার্ড এবং একটি লাল গোলাপ ছিল।
অনেক সাংসদ ‘দেশ বিক্রি হতে দেব না’ স্লোগান লেখা প্ল্যাকার্ডও নিয়ে আসেন। একদিন আগেই সাংসদরা গাঢ় নীল রঙের ঝোলা নিয়ে আসেন, যার একপাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিল্পপতি গৌতম আদানির ব্যঙ্গচিত্র ছাপা হয় এবং উল্টোদিকে ‘মোদী-আদানি ভাই ভাই’ লেখা ব্যঙ্গচিত্র ছিল।

Comments :0

Login to leave a comment