খেলা জুনের ৩ তারিখ। পনের দিন আগেই বিক্রি হয়ে গেল সব টিকিট। মহিলা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ঘিরে উন্মাদনার এই তথ্য দিয়েছে উয়েফা। ইউরোপের ফুটবল পরিচালন সংস্থাগুলির নিয়ামক উয়েফা জানাচ্ছে পিএসভি আইন্দহোভেন স্টেডিয়ামে থাকবেন ৩৪ হাজারের বেশি দর্শক।
নেদারল্যান্ডসের স্টেডিয়ামে মহিলা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে গতবার বিজিত বার্সেলোনা এবং উলফসবার্গ। উয়েফা জানাচ্ছে, ২০০৯’র পর মহিলাদের এই ক্লাব চ্যাম্পিয়নশিপের কোনও ফাইনালের সব টিকিট বিক্রি হয়নি, তাও এত আগে। উইমেনস কাপ নাম ছিল টুর্নামেন্টের, তাকে নতুন করে উইমেনস চ্যাম্পিয়নস লিগ বলা হচ্ছে।
২০২১-এ চ্যাম্পিয়ন ছিল স্পেনের বার্সেলোনা। ২০১৩ এবং ১৪’তে পরপর জিতেছিল জার্মানির উলফসবার্গ।
উয়েফা মহিলা ফুটবল বিভাগের ম্যানেজিং ডিরেক্টর নাদিন কেসলার জানাচ্ছেন জার্মানির এই ক্লাব নিজের সমর্থকদের জন্যই তুলে রেখেছে সাড়ে ৪ হাজার টিকিট। একেকটি টিকিটের দাম ১৫ থেকে ২৫ ইউরো। টাকার অঙ্কে ১ ইউরো এখন ৮৯.১৪।
নেদারল্যান্ডস, যে দেশের পিএসভি আইন্দহোভেন স্টেডিয়ামে হতে যাচ্ছে ফাইনাল, ২০২৭’র মহিলা বিশ্বকাপের যৌথ দাবিদারও।
Comments :0