Tomorrow decition on wrestler's movement

কুস্তিগিরদের আন্দোলন নিয়ে হরিয়ানায় সিদ্ধান্ত কাল

জাতীয় খেলা

ব্রিজ ভূষণের বিরুদ্ধে কোন পথে এবার এগোবে কুস্তিগীরদের আন্দোলন তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার। কৃষক নেতা রাকেশ টিকায়েত জানালেন হরিয়ানায় আগামীকাল বৈঠক করে সিদ্ধান্ত নেবেন কুস্তিগীর ও কৃষক আন্দোলনের নেতৃত্বরা। ও বৃহস্পতিবার মহাপঞ্চায়েতের পর এমনটাই ঘোষণা করেছেন কৃষক নেতৃত্ব। মহাপঞ্চায়েতে কৃষক নেতৃত্ব কুস্তিগিরদের মেডেল গঙ্গায় বিষর্জন দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেছেন বারবার। রাকেশ টিকাইট বলেন ‘আপনারা আপনাদের মেডেল গঙ্গায় ভাষাবেন না। বরং নিলামে দিতে পারেন দেখবেন সারা পৃথিবীর মানুষ আপনাদের পাশে এসে দাড়াবেন ও মেডেল নিলামে উঠতে দেবে না’। 


কৃষকরা এই আন্দোলনে কুস্তিগীরদের পাশে আছে এবং এর শেষ তারা দেখেই ছাড়বে বলে জানায় এদিন। প্রয়োজনে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের পদত্যাগ ও গ্রেপ্তারির দাবিতে রাষ্ট্রপতির কাছেও যাবেন। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। জাতীয় দলের মহিলা এমনকি কিশোরী কুস্তিগীরদের নানা ভাবে যৌন হেনস্তা করেছে ব্রিজ ভূষন শরণ সিং। তার গ্রেপ্তারির দাবিতে দীর্ঘদিন ধরে দিল্লির রাস্তায় আন্দোলন করেছিলেন কুস্তিগীররা। সেই আন্দোলন থামাতে আমিত শাহের নির্দেশে গত রবিবার দিল্লির রাস্তায় কুস্তিগীরদের ওপর ব্যপক আক্রমন চালায় দিল্লি পুলিশ। এমনকি যন্তর মন্তর ১৪৪ ধারা জারি করে কুস্তিগিরদের আন্দোলনে বসার অধিকার টুকুও কেড়ে নেয় অমিত শাহর পুলিশ।

Comments :0

Login to leave a comment