Beating and Killing

ফেরিওয়ালাকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার যুবক

জেলা

অভিযুক্ত চিরাগ গুহ। ছবি অভিজিত বসু।

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করে দেহ ছাদে লুকিয়ে রাখার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্যু ছড়িয়ে পড়ে সোদপুর সুখচর বাজারপাড়া এলাকায়। 
দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সন্দেহের বসে আশপাশের মানুষজন থানায় খবর দিলে, সোদপুর সুখচর বাজারপাড়া এলাকায় একটি বাড়ির ছাদ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে খড়দহ থানার পুলিশ। জানা গেছে, মৃত ব্যক্তি কামারহাটির বাসিন্দা আকরাম আলী। তিনি, ভাঙ্গা টিন লোহা ভাঙ্গা ইত্যাদি কেনা বেচা করার পেশায় যুক্ত একজন ফেরিওয়ালা। চিরাগ গুহ নামে বাজারপাড়া এলাকারই এক যুবক তার কাছে কিছু টাকা ধার নিয়েছিল। টাকা ফেরত চাওয়ায় সম্প্রতি চিরাগের সাথে আকরাম আলীর গন্ডগোল হয়েছিল বলেও জানা যায়। অভিযোগ, চিরাগের বাড়িতে এসে টাকা চাইতে গেলে, বাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়ে বেধড়ক মারধরের পর গলায় তার জড়িয়ে আকরাম আলীকে হত্যা করা হয়। অভিযুক্ত চিরাগ গুহকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মা পলাতক। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Comments :0

Login to leave a comment