Child death Adeno

বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩ শিশুর মৃত্যু কলকাতায়

কলকাতা

অ্যাডিনো ভাইরাসের আক্রান্ত হয়ে বৃহষ্পতিবার ফের মৃত্যু হল এক শিশুর। বিসি রায় হাসপাতালের আইসিইউতে ৯ মাস ১৪ দিনের শিশুটি গত ২২ দিন ধরে ভর্তি ছিল। শ্বাসকষ্ট, জ্বর, কাশি নিয়ে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছিল একরত্তি। কিন্তু শেষ রক্ষা হল না। বৃহষ্পতিবার ভোটে মৃত্যু হয় তাঁর। বুধবার রাতেই মৃত্যু হয়েছে ফুলবাগানের রুদ্রাংশু কুমার নামে আরেক শিশুর। তারও বয়স হয়েছিল ৯ মাস। তারও একই উপসর্গ শিল জ্বর, শর্দি, কাশি। রবিবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয় বুধাবার রাতে মৃত্যু হয় ওই শিশুর। আরেক শিশুর মৃত,উ হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। সেও দশ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল। বুধবার রাতেই তার মৃত্যু হয়। কৃষ্ণনগরের বাসিন্দা ওই শিশু কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তী হওয়ার আগে বেশ কয়কদিন ছিল কৃষ্ণনগরের এক হাসপাতালে।


চিকিৎসকরা বলছেন বছরের এই সমসয়টায় ভাইরাসের বার বারন্ত হয়। শিশু থেক বরারাও সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হন। কিন্তু এই ভাবে ব্যাপকহারে শিশু মৃত্যু সত্যিই উদ্বেগে চিকিৎসকেরা। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১২৫ জনের। তার মধ্যে ৬৪ জনের মৃত্যু হয়েছে বিসি রায় হাসপাতালে। অধিকাংশ শিশুই ১ মাস থেকে ২ বছর বয়সী, প্রত্যেকেরই উপস্বর্গ জ্বরের সঙ্গে প্রবল শ্বাসকষ্ট। চিকিৎসা করাতে এসে হাসপাতালগুলোর চুড়ান্ত অব্যবস্থার ছবি উঠে আসছে। শিশুদের মা-বাবারা দেখছেন কত কম যন্ত্র, অসুধপত্র নিয়েও চিকিৎসকরা কাজ করে চলেছেন।

Comments :0

Login to leave a comment