icc champions trophy

ইব্রাহিমের শতরান

খেলা

afganistan vs england icc champions trophy

বুধবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে নিজের ষষ্ঠতম শতরান করলেন ইব্রাহিম । ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ডু অর ডাই ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন আফগান এই ব্যাটার। এই শতরানের সঙ্গে সঙ্গে নিজের ক্যারিয়ারের ১৫০০ রানের মাইলফলকও সম্পূর্ণ করলেন ইব্রাহিম। এই কৃতিত্বের ফলে আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে মহম্মদ শাহজাদের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ শতরানের রেকর্ড গড়লেন ইব্রাহিম । এই জুটির আগে ৮টি সেঞ্চুরি করে শিখরে বসে রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ। 

Comments :0

Login to leave a comment