রাতে প্রতিবেশীর বাড়িতে পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন প্রায় ৮০ জন। এর মধ্যে শিশু মহিলাও ছিল। প্রসাদ খেয়ে রাতে ফিরতেই প্রত্যেকের শুরু হয় পেটব্যাথা বমি, পায়খানা ও জ্বর। তড়িঘড়ি অসুস্থদের ঘোকসাডাঙা ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
রুইডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার বানেশ্বর দেবসিংহের বাড়িতে পুজোর প্রসাদ খেয়েই সকলে অসুস্থ হয়ে পড়েন। বানেশ্বর দেবসিংহের পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়ে। তিনি জানান, প্রসাদ হিসেবে ছিল চিঁড়ে-দই ও খিচুড়ি, সব্জি ও পায়েস। চিকিৎসকরা জানিয়েছেন খাবারে বিষক্রিয়ার কারণেই এরকম হয়েছে বলে অনুমান করছেন।
Coochbeher Mathabhanga
মাথাভাঙায় প্রসাদ খেয়ে অসুস্থ ৮০ জন
×
Comments :0