Rahul Gandhi

ফের হতে পারে ভারত জোড়ো যাত্রা ইঙ্গিত রাহুলের

জাতীয়

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার নিজের এক্সহ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন লোকসভার বিরোধী দলনেতা। আর তাতেই ফের ভারত জড়ো যাত্রার ইঙ্গিত দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল মার্শাল আর্টের প্রশিক্ষন নিচ্ছেন। তিনি লিখেছেন, ভারত জড়ো ন্যায় যাত্রার সময় প্রতিদিন তারা মার্শাল আর্টের প্রশিক্ষন নিতেন। শুধুমাত্র পদযাত্রায় অংশগ্রহন কারিরা নয় আরও অনেকে তাতে অংশ নিতেন বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ। ভিডিওতে দেখা গিয়েছে রাহুল নিজেও কয়েকজনকে মার্শাল আর্টের প্রশিক্ষন দিচ্ছেন। 
তারপরই রাহুল লিখেছেন, খুব শীঘ্র দেখা হচ্ছে ভারত জড়ো যাত্রায়। উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগে দুটি ভারত জড়ো যাত্রা করেন কংগ্রেস নেতা। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ ভারত থেকে শুরু হয় তার ভারত জড়ো যাত্রা। ২০২৩ এর জানুয়ারি মাসে তা শেষ হয় কাশ্মীরে। তারপর ফের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত করেন ভারত জড়ো ন্যায় যাত্রা। এই দুই পদযাত্রা লোকসভা নির্বাচনে কংগ্রেসকে অনেকটাই সুবিধার জায়গায় নিয়ে গিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশেষঞ্জরা। 
রাহুল গান্ধীর এই পোস্ট নতুন করে জল্পনা তৈরি করেছে রাজনৈতিক মহলে।

Comments :0

Login to leave a comment