Indian student shot in America

আমেরিকায় গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র

আন্তর্জাতিক

শিকাগোতে (Chicago) নিহত ভারতীয় ছাত্র। তেলেঙ্গানার সাঙ্গারেড্ডির ছাত্র কে সাই চরন জানুয়ারির ১১ তারিখেই স্নাতকোত্তরে পড়াশুনোর জন্য আমেরিকায় গিয়েছিলেন। রবিবার শিকাগো শহরে গুলিবিদ্ধ হন সাই চরন (Sai Charan), এমনটাই জানিয়েছে তার বাবা শ্রীনিবাস। কি ঘটনা, কিভাবেই বা গুলি লেগেছে তার নিয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। 


তিনি আরও জানান আমেরিকা বা তার বিশ্ববিদ্যালয়ের তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। সাই চরনের একটি বন্ধু সোমবার তার বাড়িতে ফোন করে জানিয়েছেন যে একটি দুর্ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন সাই চরন। সে হাসপাতালে ভর্তি রয়েছে, তার চিকিৎসা চলছে।কিন্তু পরে হাসপাতাল থেকে জানানো হয়েছে গুলি লেগে মৃত্যু হয়েছে সাই চরনের।

Comments :0

Login to leave a comment