MANIPUR VIOLENCE

ফের হিংসার হাতছানি মণিপুরে

জাতীয়

MANIPUR VIOLENCE STUDENT DEATH BENGALI NEWS INDIAN POLITICS MANIPUR BURNING

মণিপুরে ফের নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনা সামনে এল। বৃহস্পতিবার সকালে মণিপুরের টেংনৌপাল জেলায় অসম রাইফেলসের একটি মাইন প্রতিরোধী গাড়ির সামনে আইইডি বা হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে তৈরি মাইন বিস্ফোরণ ঘটায় উগ্রপন্থীরা। 

অসম রাইফেলসের তরফে বলা হয়েছে, এদিন সকাল ৮.১৫ নাগাদ মাইন প্রতিরোধী গাড়ি নিয়ে রুটিন টহলে বেড়িয়েছিলেন বাহিনীর জওয়ানরা। টেংনৌপাল জেলার সাইবোল অঞ্চলে গাড়িটির উপর হামলা হয়। যদিও এই হামলায় কোনও জওয়ান জখম হননি। 

মণিপুর পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরে অসম রাইফেলসের জওয়ানদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় উগ্রপন্থীরা। পালটা জবাব দেন অসম রাইফেলসের জওয়ানরাও। গুলিযুদ্ধে উগ্রপন্থীদের কেউ হতাহত হয়েছে কিনা সেই খবর এখনও পাওয়া যায়নি। 

পুলিশ সূত্রে খবর, ঘটনার পরে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে টেংনৌপাল জেলা জুড়ে। 

প্রসঙ্গত চলতি বছরের ৩ মে গোষ্ঠীসংঘর্ষ শুরু হয় মণিপুরে। কুকি, নাগা সহ রাজ্যের পার্বত্য অঞ্চলে বসবাসকারী উপজাতিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন উপত্যকায় বসবাসকারী মেইতেই গোষ্ঠীর মানুষ। সেই হিংসায় সরকারি হিসেবে ২০০’র কাছে মানুষ প্রাণ হারিয়েছেন। ১ লক্ষের কাছে মানুষ হিংসার ফলে ঘরছাড়া হয়েছেন। দীর্ঘদিন ধরে বিজেপি শাসিত মণিপুরে আগুন জ্বললেও একবারের জন্যও সেই রাজ্যে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরের হিংসা নিয়ে একটিও শব্দ ব্যয় করেননি তিনি।  রাজনৈতিক মহলে গুঞ্জন, মণিপুর ছোয়া এড়াতেই প্রতিবেশি রাজ্য মিজোরামেও বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেননি মোদী। 

Comments :0

Login to leave a comment