Atishi

দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচীত হলেন অতিশী

জাতীয়

দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতার ভূমিকা পালন করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। দিল্লি বিধানসভা নির্বাচনে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াদের মতো নেতারা পরাজিত হলেও কালকাঝি কেন্দ্র থেকে বিজেপির রমেশ বিধুরিকে হারিয়েছেন অতিশী।

কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। রবিবার দিল্লির আপ বিধায়কদের পরিষদীয় দলের বৈঠক থেকে অতিশীর নাম চুড়ান্ত করা হয়েছে বিরোধী দলনেতা হিসাবে। 

এদিন বিরোধী দলনেতার দায়িত্ব পাওয়ার পর অতিশী বলেন, ‘‘আমি আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং দলের অন্যান্য বিধায়কদের কাছে কৃতজ্ঞ আমাকে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচন করার জন্য। শক্তিশালি বিরোধী দল হিসাবে আপ মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই করবে।’’

২৭ বছর পর দিল্লির ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসাবে একাধিক নাম নিয়ে জল্পনা থাকলেও আরএসএস ঘনিষ্ট রেখা গুপ্তকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি। 

Comments :0

Login to leave a comment