Delhi

ইস্তফা দিলেন অতিশী

জাতীয়

দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অতিশী। রবিবার দিল্লির রাজ্যপাল সাক্সেনার দপ্তরে গিয়ে নিজের ইস্তফা জমা দেন তিনি। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয়েছে আপ। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ারা পরাজিত হলেও নিজের কাজকাঝি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অতিশী। 

গত বছর সেপ্টেম্বর মাসে কেজরিওয়াল মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দেওয়ার পর দায়িত্ব তুলে নেন অতিশী। পাঁচ মাস দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কাজ করেছেন। 

৭০ আসনের দিল্লি বিধানসভার ৪৮টিতে জয়ী হয়েছে বিজেপি। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীকে হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্রের সফর শেষ হওয়ার পর হবে শপথগ্রহণ অনুষ্ঠান।

Comments :0

Login to leave a comment