সম্প্রসারণের কাজ শুরু হতে না হতেই বাগডোগরা বিমানবন্দরের নয়া নামকরণ করা নিয়ে জোর তরজা শুরু হয়েছে। প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। জানা গেছে, সম্প্রতি জিএনএলএফ’র পক্ষ থেকে বাগডোগরা বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রয়াত সুবাস ঘিসিংয়ের নামে নতুন নামকরণ করার জন্য কেন্দ্রের সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। এক্ষেত্রে দমদম বিমানবন্দরকে যেমন নেতাজীর নামে নতুনভাবে নামকরণ করা হয়েছে, ঠিক তেমনিভাবেই গোর্খা জাতিকে দেশের মূল ধারার সাথে যুক্ত করার কাজে প্রয়াত সুবাস ঘিষিং’র অবদানকে গোটা দেশে ছড়িয়ে দিতেই বাগডোগরা বিমানবন্দরের নতুন নাম প্রয়াত সুবাস ঘিষিং’র নামে করার প্রস্তাব দেওয়া হয়েছে। এবিষয়ে জিএনএলএফ’র তরফে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত একটি চিঠিকে ঘিরে জল্পনা শুরু হয়েছে।
যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে ‘শিলিগুড়ি’ নামেই পরিচিত হোক বাগডোগরা বিমানবন্দর। এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন শহর শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা। তাদের কথায়, ‘শিলিগুড়ি’ নতুন নামকরণ করা হলে ভিন রাজ্য অথবা বিদেশ থেকে আগত পর্যটকদের অনেকটাই সুবিধা হবে। এদিকে শিলিগুড়ি শহরাঞ্চলের ব্যবসায়ীদের দেওয়া এই প্রস্তাবের সাথে একমত নন শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরা। দার্জিলিঙ জেলার বাগডোগরা বিমানবন্দরের নাম পরিবর্তনে একেবারেই অনীহা প্রকাশ করেছেন তারা। পুরোনো নামের পরিবর্তনের কোন কারণ খুঁজে পাচ্ছেন না বাগডোগরার স্থানীয় বাসিন্দারা। এছাড়াও বিভিন্ন মহল থেকে বাগডোগরা বিমানবন্দরের নতুন নাম তেনজিঙ নোরগে, পঞ্চানন বর্মা, চিলা রায় নামকরণ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
এবিষয়ে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক বলেন, বাগডোগরা বিমানবন্দরের পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও যাত্রী সচ্ছন্দ্যের বিষয়গুলিকেই প্রাধান্য দেওয়া উচিৎ। বাগডোগরা বিমানবন্দর মানে বাগডোগরা বিমানবন্দরই। এই নামের সাথে বিরাট ঐতিহ্য জড়িয়ে রয়েছে। দীর্ঘ বছর ধরে দেশবিদেশে সুপরিচিত বাগডোগরা বিমানবন্দরের নাম হঠাৎ করে পরিবর্তনের কোন যৌক্তিকতা নেই। বিমানবন্দরের নয়া নামকরণ করা নিয়ে রাজনীতি করা কাঙ্খিত নয়। যদিও দার্জিলিঙের বিজেপি বিধায়ক তথা জিএনএলএফ নেতা নীরজ জিম্বা দাবি করেছেন, গোর্খা জাতির প্রতি প্রয়াত সুবাস ঘিষিং’র অবদানকে দার্জিলিঙ জেলার বাইরে দেশের বিভিন্ন অংশ ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। এর মধ্যে কোন বিতর্ক নেই।
যদিও বাগডোগরা বিমানবন্দরের নাম পরিবর্তন করে নয়া নামকরণ করার তরজার ইস্যু নিয়ে সেই রকম কোন উৎসাহ দেখা যাচ্ছেনা পর্যটন ব্যবসায়ীদের মধ্যে। এবিষয়ে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘‘এটা নিয়ে কোনরকম বিতর্ক চাইছি না। নয়া নামকরণ যাই হোক না কেন সেটা যেন সর্বম্মতিক্রমে হয়। যদি দমদম বিমানবন্দরের নাম পরিবর্তন করার বিষয়টাই বাগডোগরা বিমানবন্দরের নয়া নামকরণের কারণ হয়ে থাকে, সেক্ষেত্রে কোন মনীষির নামে নতুন নামকরণ করা যেতে পারে। তাতেই আমরা খুশি।
Bagdogra Airport
বাগডোগরা বিমানবন্দরের নামকরণ নিয়ে তরজা
×
Comments :0