বুধবার তালডাংরা বিধানসভা এলাকার সিমলাপাল ব্লকের দুবরাজপুর অঞ্চলের একাধিক গ্রামে তালডাংরা বিধানসভার উপনির্বাচনে বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী দেবকান্তি মহান্তির সমর্থনে সভা করেন সিপিআই(এম) নেত্রী সোনামনী টুডু। এদিন কোলগাঙ্গু, ধানগৌরি, কেন্দডাঙ্গা, হিকিমডাঙ্গা, চাঁদপুর, পুটিয়াদহ সহ গ্রামগুলির সভায় প্রতিটি সভাতেই বহু মানুষ হাজির হয়েছিলেন। এঁদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি ছিল। আদিবাসী অধ্যুষিত গ্রাম পাড়াগুলিতে এদিন একটা সাড়া পড়ে যায়। মানুষজন ঘর থেকে বেরিয়ে এসে সোনামনী টুডুর বক্তব্য শোনেন। মানুষজন তাঁকে জানান, কাজ, মাথা গোঁজার ঠাঁই বিহীন অবস্থায় কিভাবে তাঁরা দিন যাপন করছেন। তাঁরা চান, লালঝান্ডা ধারাবাহিকভাবে এই দাবিতে লড়াই আন্দোলনে থাকুক। সোনামনী টুডু জানান, লড়াই একদিনের জন্যও থেমে নেই। একে আরও জোরদার করতে উপনির্বাচনে সমস্ত জড়তা কাটিয়ে মানুষকে বামফ্রন্টের প্রার্থী দেবকান্তি মহান্তিকে জয়ী করার প্রশ্নে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গ্রামগুলিতে বৈঠক, পথসভা হয়।
Assembly Bye Election
লড়াই আন্দোলনে থাকুক, লালঝান্ডা বলছেন তালডাংরার মানুষ
×
Comments :0